ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

এক যুগ পর ত্রিনিদাদে খেলবে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 বুধবার, 03 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এই উপলক্ষে নিজেদের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

সফরটি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ৩ ও ৬ ডিসেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে। তারপর ৯ ডিসেম্বর বার্বাডোসের কেনসিংটন ওভালে হবে ৩য় ওয়ানডে।

এরপর দল দুটি খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ ডিসেম্বর কেনসিংটন ওভালেই হবে প্রথম টি-টোয়েন্টি। তারপর গ্রেনাডায় ১৪ ও ১৬ ডিসেম্বর হবে সিরিজের ২য় ও ৩য় টি-টোয়েন্টি।

১৯ ও ২১ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমীতে। সাদা বলের এই সিরিজটিতে খেলতে অ্যান্টিগা, বার্বাডোস, গ্রেনাডা ও ত্রিনিদাদ সফর করবে ইংলিশরা।

প্রতিটি ভেন্যুতেই অন্তত দুটি করে ম্যাচ খেলবে জস বাটলারের দল। এর মধ্যে ত্রিনিদাদে প্রায় এক যুগ পর খেলবে ইংল্যান্ড দল। শেষবার ২০০৯ সালে সেখানে খেলেছিল দলটি। ভারত বিশ্বকাপ শেষ হওয়ার ১৪ দিন পরই শুরু হবে এই সিরিজটি।