promotional_ad

হাথুরু তো নিজেই ব্যাটিং পরামর্শক: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শ হিসেবে যোগ দিয়েছিলেন জেমি সিডন্স। এরপর হুট করে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স চলে গেলে জাতীয় দলের দায়িত্ব নেন সিডন্স। এরপর বেশ কয়েকটি সিরিজেই তিনি দলের সঙ্গে ছিলেন।


যদিও আসন্ন আয়ারল্যান্ড সফর থেকে তাকে আর জাতীয় দলের সঙ্গে দেখা যাবে না। এখন থেকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই কাজ করবেন তিনি। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন জাতীয় দলে সিডন্সের আর প্রয়োজন নেই।


promotional_ad

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে পারবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে নিজেই। বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও স্পিন পরামর্শক হিসেবে আছেন রঙ্গনা হেরাথ। ফলে জাতীয় দলের ব্যাটিং দেখভাল করার জন্য আর কোনো বিশেষজ্ঞ কোচের দরকার নেই বলে মনে করেন তিনি।


এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'হাথুরু তো নিজেই ব্যাটিং পরামর্শক। এতো লোকের দরকার কী আসলে। হাথুর কাজটা কী হবে আসলে। আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী আসলে। হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই ও স্পেশালিস্ট ওর ব্যাটিংয়েই।'


সিডন্স আগেও বেশ কয়েকবার জানিয়েছেন জুনিয়র লেভেলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। নিজের ইচ্ছেতেও সিডন্স তাদের নিয়ে কাজ করতে চান বলে মনে করেন সুজন। সিডন্স এই পর্যায়ে ভালো করে কাজ করলেই দেশের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।


সুজন বলেছেন, 'জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মেইন দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে বেটার রেজাল্ট পাবো আমি মনে করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball