ডিপিএল

জাকির-দিপুর সেঞ্চুরি, মাশরাফিদের ব্যাটিং ধস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:29 সোমবার, 01 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রানের পুঁজি পেয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটারদের ব্যর্থতায় মাশরাফি বিন মুর্তজার দল থেমেছে মাত্র ১৫৭ রানে। ফলে সুপার লিগের প্রথম ম্যাচেই ১৭৩ রানের বড় ব্যবধানে হারতে হলো রূপগঞ্জকে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ৩৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই ফারদিন হাসান অনিকে হারায় মাশরাফির দল। শেখ মেহেদির বলে বোল্ড হয়ে ফেরেন ফারদিন। ভালো শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির রহমান। ডানহাতি এই ব্যাটারকেও ফেরান শেখ মেহেদি।

ডানহাতি এই অফ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় ২০ রান করা সাব্বিরকে। সুবিধা করতে পারেননি চারে নামা ইরফান শুক্কুরও। নাসির হোসেনের বলে মাত্র ৭ রানে আউট হয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। এরপর রূপগঞ্জকে টেনে তোলার চেষ্টা করেন আশিক উল আলম ও চিরাগ জানি।

যদিও সেই জুটিতে ৫৯ রানের বেশি ‍যোগ করতে পারেননি তারা দুজন। রান আউটে কাটা পড়ে ৩৮ রান করা চিরাগ ফিরলে ভাঙে তাদের এই জুটি। একই ওভারে নাসিরকে উইকেট দিয়েছেন আশিকও। ডানহাতি এই অফ স্পিনারের বলে আল আমিন জুনিয়কে ক্যাচ দেন ৩৬ রান করা এই ব্যাটার। এরপর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।

সোহাগ গাজীর ২১ এবং রাজিবুল ইসলামের ১৬ রান কেবল রূপগঞ্জের হারের ব্যবধানই কমিয়েছে। রূপগঞ্জ শেষ পর্যন্ত ১৫৭ রানে অল আউট হলে ১৭৩ রানের জয় পায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি, রুবেল হোসেন এবং নাসির। একটি করে উইকেট নিয়েছেন কাশিফ ভাট, ময়নুল ইসলাম ও অলক কাপালি।

এরে আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ এক জুটি গড়ে তোলেন দিপু ও জাকির। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২২২ রান। সেঞ্চুরির পর জাকির ১০৬ রানে ফিরলেও তিন অঙ্কের মাইলফলক ছুঁয়েছেন দিপুও। তিনিও শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০৪ রানের ইনিংস খেলে।

শেষ দিকে মাত্র ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে প্রাইম ব্যাংকের রান তিনশ পার করেছেন আল আমিন জুনিয়র। ৫০ ওভারে শেষ পর্যন্ত তারা থামে ৩৩০ রানে। রূপগঞ্জের হয়ে তিনটি উইকেট নিয়েছেন চিরাগ জানি। এ ছাড়া আব্দুল হালিম দুটি এবং আল আমিন হোসেন একটি উইকেট নিয়েছেন।