শ্রীলঙ্কা - আয়ারল্যান্ড সিরিজ

করুনারত্নে-মাদুশকার সেঞ্চুরি, মেন্ডিসের ঝড়ের পর গলে বৃষ্টি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 বুধবার, 26 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পল স্টার্লিং-কার্টিস ক্যাম্ফারের সেঞ্চুরিতে শুরুর দাপটটা ছিল আয়ারল্যান্ডের। সফরকারীদের বড় রানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে বেশ ভালোভাবেই জবাব দিচ্ছেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটাররা। দিমুথ করুনারত্নের ও নিশান মাদুশকার সেঞ্চুরির পর ব্যাট হাত ঝড় তুলে একশ ছোঁয়ার অপেক্ষা কুশল মেন্ডিস।

ডানহাতি এই ব্যাটারের ৯৬ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংসের পর দাপট দেখিয়েছে বৈরি আবহাওয়া। বৃষ্টির কারণে পুরো দিনে খেলা হয়েছে মোটে ৫৯ ওভার। এক সেশনের বেশি সময় খেলা না হলেও তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৩৫৭ রান। আইরিশদের চেয়ে এখনও ১৩৫ রান পিছিয়ে লঙ্কানরা।

গলে আগের দিনের বিনা উইকেটে ৮১ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার করুনারত্নে ও মাদুশকা। ৩৯ রানে অপরাজিত থাকা করুনারত্নে এদিন শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। গ্রাহাম হিউমের লেংথ ডেলিভারিতে মিড অনে ঠেলে দিয়ে ২ রান দিয়ে ৬১ বলে ক্যারিয়ারের ৩৫তম হাফ সেঞ্চুরি স্পর্শ করেন লঙ্কান টেস্ট অধিনায়ক।

আরেক ওপেনার মাদুশকা ক্যারিয়ারের প্রথম টেস্ট পঞ্চাশ ছুঁয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইনের ফুলার লেংথ ডেলিভারিতে এক রান নিয়ে। ৮৫ বলে হাফ সেঞ্চুরি করা মাদুশকা এরপর আরও দেখেশুনে খেলতে থাকেন। এদিকে ম্যাথু হামফ্রিসের বলে এক রান নিয়ে ১৬তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন করুনারত্নে। এদিন ক্যারিয়ার সেরা ৮৬.২০ স্ট্রাইক রেটে ১১৬ বলে সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

লাঞ্চের আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাদুশকা। হ্যারি টেক্টরের টসড আপ ডেলিভারি ফুলটস বানিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন তিনি। তাতেই ১৫৯ বলে সাদা পোশাকের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। লাঞ্চে যাওয়ার দুই বল বাকি থাকতে আউট হন করুনারত্নে।

ক্যাম্ফারেরে শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে হামফ্রিসকে ক্যাচ দিয়ে ১১৫ রানে ফেরেন লঙ্কান অধিনায়ক। তখনই অবশ্য লাঞ্চের ঘোষণা দেন আম্পায়াররা। লাঞ্চ থেকে ফিরে মেন্ডিসকে নিয়ে এগোতে থাকেন মাদুশকা। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। চা বিরতিতে যাওয়ার আগে আলোকস্বল্পতার সমস্যা দেখা দেয়।

যার ফলে কিছুটা সময় বাকি থাকতেই দুই দলকে চা বিরতিতে পাঠান আম্পায়াররা। চা বিরতি থেকে অবশ্য আর ফেরা হয়নি ক্রিকেটারদের। কারণ সেসময় বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত এক সেশনের বেশি সময় বাকি থাকতেই দিনের খেলা শেষ হয়। ১৪৯ রানে অপরাজিত থেকে পরদিন ব্যাটিংয়ে নামবেন মাদুশকা। তাকে সঙ্গ দেবেন ৯৬ বলে ৮৩ রান করা মেন্ডিস।