অ্যাশেজ ২০২৩-২৪

ল্যাবুশেন-স্মিথের জন্য নতুন 'অস্ত্র' নিয়ে প্রস্তুত ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:56 সোমবার, 24 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন অ্যাশেজের আগে নিজেকে নতুন করে তৈরি করছেন স্টুয়ার্ট ব্রড। তবে বুড়ো বয়সে এই ইংলিশ ক্রিকেটারকে আরও ধারালো করার পেছনে দুই অজি ক্রিকেটার। মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথকে বিপাকে ফেলতে ইংলিশ পেস বোলিং গ্রেট নিজের তূণে যোগ করেছেন নতুন ধরনের একটি আউট সুইঙ্গার।

নতুন অস্ত্র যোগ করে এবারের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বেশ সফল হয়েছেন ব্রড। নটিংহ্যামশায়ারের হয়ে দুই ম্যাচেই এই ডেলিভারিতে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। কাউন্টি দলের বোলিং কোচ কেভিন শাইনের সঙ্গে মিলে এটি নিয়ে কাজ করেছেন তিনি।

এই ডেলিভারির জন্য বোলিং অ্যাকশনেও সামান্য পরিবর্তন এনেছেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম পেসার (৫৭৬ উইকেট)। ডেলিভারিটি করতে হাত একটু উঁচুতে ধরে রাখেন ব্রড, যাতে বলের রিলিজ আরও মসৃণ হয়। প্রথম রাউন্ডে এবার ব্রডের নতুন এই ডেলিভারিতেই বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট।

এই ব্যাটসম্যানও অস্ট্রেলিয়ান, এবার শেফিল্ড শিল্ডে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। এরপর চলতি রাউন্ডে লর্ডসে মিডলসেক্সের বিপক্ষেও প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে নতুন ডেলিভারি দিয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন ৩৭ বছর বয়সী ব্রড।

নতুন ডেলিভারি নিয়ে ব্রড বলেন, 'সতি বলতে, এটি সাজানো হয়েছে মার্নাস (লাবুশেন) ও (স্টিভ) স্মিথের জন্য। তাদের ব্যাটের বাইরের কানায় বল ছোঁয়ানোর চেষ্টা করার জন্য নতুন কিছু করার পথ খুঁজছিলাম আমি। সে কারণেই এটা বের করেছি। আমার স্টক ডেলিভারি সবসময়ই থাকবে ‘উবল’ সিম ডেলিভারি, যেটি অফ স্টাম্পে চট করে ঢুকে পড়বে।'

'কারণ এটিই আমার সবচেয়ে বিপজ্জনক ডেলিভারি। তবে ওদের (লাবুশেন-স্মিথ) জন্য বল বাইরের দিকে সুইং করিয়ে ওদেরকে বাইরে টেনে আনাও গুরুত্বপূর্ণ। অ্যাকশনের এই ছোট্ট পরিবর্তন মূলত তাই পরিকল্পিত ওদের দুজনের জন্যই। আজকে যেভাবে বল বাইরে সুইং করাতে পেরেছি, তা দেখাটা ছিল দারুণ' যোগ করেন তিনি।