ভারতীয় ক্রিকেট

৬ সপ্তাহের পুনবার্সনে বুমরাহ, ইংল্যান্ড যাচ্ছেন আইয়ার-পাতিদার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:35 শনিবার, 15 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠে চোটের কারণে গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলছেন না ডানহাতি এই পেসার। তবে বুমরাহকে নিয়ে সুখবর দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিউজিল্যান্ড থেকে সফল অস্ত্রোপচার শেষে পুনবার্সন প্রক্রিয়া শুরু করেছেন অভিজ্ঞ এই পেসার।

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) শুক্রবার থেকে শুরু হওয়া পুনবার্সন প্রক্রিয়া চলছে আগামী ৬ সপ্তাহ। এখন খবর নিশ্চিত করেছে খোদ বিসিসিআই। এদিকে অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে আইপিএল থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ার ও রজত পাতিদারকে।

চোটের কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও এশিয়া কাপ, বাংলাদেশ সফর, ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করেছেন ডানহাতি এই পেসার। এবারের আইপিএলের সঙ্গে ৭ জুন ওভালে হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলতে পারবেন না তিনি।

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে চোট থেকে সারিয়ে তোলার চেষ্টা করছে বিসিসিআই। যা শুরু হতে পারে আগামী ৫ অক্টোবর থেকে। এদিকে অস্ত্রোপচার করতে হচ্ছে আইয়ার ও পাতিদারেরও। তাদেরকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।

সবশেষ ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় থেকেই পিঠের চোটে ভুগছিলেন আইয়ার। বেশ কয়েকটি ইনজেকশন নেয়ার পরও শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে পারেননি তিনি। খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও।

পরবর্তীতে ফিরলেও শেষ টেস্টের আগে ছিটকে যেতে হয় ডানহাতি এই ব্যাটারকে। ফলে আইপিএলের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছেন আইয়ার। অস্ত্রোপচার শেষ হলে দুই সপ্তাহের পুনবার্সনে থাকতে হবে তাকে। এদিকে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও পাতিদারের চিকিৎসা করাচ্ছে বিসিসিআই।

সেটার কারণও খোলাসা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় চুক্তির তালিকাতে না থাকলেও তাকে চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাবে বিসিসিআই। কারণ সে আমাদের ভবিষ্যতের ক্রিকেটার। তাই আমরা সেরা চিকিৎসা দিতে চাই।