promotional_ad

আয়ারল্যান্ডকে টেস্টে 'দাপট' দেখাতে চায় বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়। এমন পারফরম্যান্সের পর টেস্টের জন্যও সেরা দল নিয়েই মাঠে নামতে চলেছে স্বাগতিকরা। দলে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। 


অবশ্য দুজনেরই এই টেস্ট বাদ দিয়ে আইপিএলে খেলার গুঞ্জন ছিল চারদিকে। তাদেরকে আইপিএলে খেলার অনাপত্তি পত্র না দিয়ে টেস্ট খেলানোর ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ম্যাচটা খুব ভালোভাবে দাপট দেখিয়ে জিততে চাই, খুব ভালোভাবে।’


promotional_ad

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। ফেরার ম্যাচে শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জয়ই লক্ষ্য টাইগারদের। রাজ্জাক জানিয়েছেন, বড় দলগুলোও বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা একাদশ খেলায়। বাংলাদেশও আয়ারল্যান্ডের বেলায় ব্যতিক্রম করবে না।


তিনি বলেন, 'টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। আমরা প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলতে গেলে কিন্তু ওদের মূল দলটাই খেলত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই আসে। এই ম্যাচটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ) অ???শ নয়। তবে টেস্ট জিতে রাখা একটা ভিন্ন বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না।'


টেস্ট ম্যাচটি ভালোভাবে জেতার লক্ষ্য নিয়ে রাজ্জাক বলেন, 'আমার সোজা হিসাব, খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই। একটা সময় কিন্তু ছিল শুরুর দিকে, বিশেষ করে আমরা যখন টেস্ট খেলেছি, তখন যে অবস্থা ছিল, আমাদের সঙ্গে খেলত এবং সমানে দাপট দেখিয়ে ম্যাচ জিতত। আমরাও চাই সেভাবে করতে (হাসি)। যাতে করে বোঝানো যায় যে, আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। নতুন যারা আসছে তাদের সঙ্গে আমাদেরও পার্থক্যটা এরকম।'


২০১৯ সালে পূর্ণশক্তির দল নিয়েও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য সেই ভাবনা নেই নির্বাচকদের। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দারুণ পারফর্ম করলেও টেস্ট দল কোন অবস্থায় আছে সেটাই পরীক্ষা-নিরীক্ষা করতে চান তিনি।


রাজ্জাকের ভাষ্য, 'আয়ারল্যান্ডের কাছে হেরে যেতে পারি বা আফগানিস্তানের কাছে হারের কথা চিন্তা হয়নি। আমাদের এই কথা চিন্তা হয়েছে যে, আমরা এই ম্যাচটা খুব ভালোভাবে দাপট দেখিয়ে জিততে চাই, খুব ভালোভাবে। আমাদেরও তো জানা দরকার আছে আমরা টেস্টে কোন অবস্থায় আছি, পার্থক্যটা কী…।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball