Connect with us

আইপিএল

জয় দিয়ে আসর শুরু গুজরাটের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রান তাড়ার 'মাস্টার' বললেও ভুল হবে না গুজরাট টাইটান্সকে। গত আইপিএলে নবাগত হিসেবে আসর শুরু করেছিল দলটি। প্রথম আসরেই চ্যাম্পিয়ন সবাইকে চমকে দিয়েছিল। এখন পর্যন্ত তারা ১০ ম্যাচে রান তাড়া করেছে। এর মধ্যে ৯টিতেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে রান তাড়ায় নেমে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। আগে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানে ভর করে ১৭৮ রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট।

বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৩৭ রান। বেশি আক্রমণাত্মক ছিলেন ঋদ্ধিমানই। তিনি ১৬ বলে ২৫ রান করে আউট হন। এরপর গুজরাট ইম্পেক্ট ক্রিকেটার হিসেবে কেন উইলিয়ামসনের বদলি হিসেবে নামায় সাই সুদর্শনকে।

এই ব্যাটার দ্রুত রান তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ২২ রান করে আউট হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ওপেনার গিল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ৬টি চার। এদিন বল হাতে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি।



১১ বলে মাত্র ৮ রান করে ফিরেছেন তিনি। বিজয় শঙ্করও বেশিদূর এগোতে পারেননি। ২১ বলে ২৭ রান করে আউট হন। এরপর রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে গুজরাটকে জয় পাইয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ১৪ বলে ১৫ রান করে তেওয়াতিয়া ও ৩ বলে ১০ রান করে রশিদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই প্রথম উইকেট হারিয়েছে তৃতীয় ওভারেই। ওপেনার ডেভন কনওয়ে মাত্র ১ রান করে ফিরে যান। এরপর মঈন আলীকে নিয়ে চেন্নাইয়ের রান বাড়িয়েছেন রুতুরাজ। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মঈন। তিনি আউট হন ২৩ রান করে।

বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলা বেন স্টোকসও ভালো করতে পারেননি তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। অন্য প্রান্তে নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন রুতুরাজ। নবম ওভারে আলজারি জোসেফকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চেন্নাইয়ের এই ওপেনার।

ধীর গতিতে ব্যাটিং করে রুতুরাজের ওপর কিছুটা চাপ তৈরি করেছেন আম্বাতি রাইডু। তিনি ১২ বলে ১২ রান করে ফেরেন। এদিকে হাফ সেঞ্চুরির পর অবশ্য কিছুটা ধীরে ব্যাট করেছেন তিনি। পেতে পারতেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ৫০ বলে ৯২ রানে তার এই ইনিংস থেমেছে। তার ইনিংস জুড়ে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার। 

শেষের দিকে রান তুলতে পারেননি জাদেজা। তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। অবশ্য শিভম দুবের ১৮ বলে ১৯ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৭ বলে ১৪ রানের ইনিংসে বড় পুঁজি পায় চেন্নাই। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ। একটি উইকেট পান জস লিটল।

সর্বশেষ

১০ জুন, শনিবার, ২০২৩

টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তানের প্রথম বহর

১০ জুন, শনিবার, ২০২৩

সিনক্লেয়ারের ঘূর্ণির পর আথানেজের রঙিন অভিষেক

১০ জুন, শনিবার, ২০২৩

রাহানে-শার্দুলের লড়াইয়ের পরও এগিয়ে অস্ট্রেলিয়া

৯ জুন, শুক্রবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

৯ জুন, শুক্রবার, ২০২৩

লক্ষ্য ছাড়াই ইমার্জিং এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

৯ জুন, শুক্রবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দলে চার্লস

৯ জুন, শুক্রবার, ২০২৩

ম্যাথিউসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কা, যাচ্ছেন পাথিরানা

৯ জুন, শুক্রবার, ২০২৩

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

১০ জুন, শনিবার, ২০২৩

মিরপুর টেস্টে বিরতি বাড়ানোর চিন্তা বিসিবির

৯ জুন, শুক্রবার, ২০২৩

পাকিস্তানের বিশ্বকাপ জেতার জোর সম্ভাবনা আছে: ইউসুফ

আর্কাইভ

বিজ্ঞাপন