Connect with us

ত্রিদেশীয় সিরিজ

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মারুফ মৃধাতে শুরুতে এরপর আফগানিস্তানের যুবাদের একাই ধসিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ৬ উইকেট নিয়ে আফগানদের আটকে দিয়েছেন ১৪৩ রানে। সহজ লক্ষ্য তাড়ায় জিসান আলমের ঝড় আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।

সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন আশিকুর রহমান শিবলি। তবে সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলে বশির আফগানের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। এদিন তিনে নামা শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন জিসান।

দারুণ ব্যাটিংয়ে ৭ চারে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। জিসানের ঝড়ো ব্যাটিং থামান খলিল আহমেদ। এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে টানেন মোহাম্মদ রিজওয়ান। যদিও ২২ রান করে ফিরে যেতে হয় আরিফুলকে। হোতাকের বলে বোল্ড হন তিনি।

হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা পঞ্চাশ ছোঁয়া হয়নি রিজওয়ানের। কামরানের বলে খলিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৩ রান করা এই ব্যাটার। তবে শিহাব জেমস ও আহরার আমিন মিলে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত করেন। 



টস জিতে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল আফগানিস্তানের যুবারা। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তোলেন হিজবুল্লাহ দোরানি এবং ওয়াফিউল্লাহ তারাখিল। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিজবুল্লাহ।

পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। দলের রান পঞ্চাশ পেরোবার পর আউট হয়েছেন ওয়াফিউল্লাহ। ২৭ রান করা আফগান এই ওপেনারকে সাজঘরে ফেরান মাহফুজুর। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন তিনি। এরপরের গল্পটা কেবল মাহফুজুরকে ঘিরে।

একে একে আউট করেছেন সোহাইল খান, কামরান হোতাক, খালিদ তানিওয়াল, ফারহাদ ওসমানি, ইয়ামা আরবকে। আফগানিস্তানকে ১৪৩ রানে অল আউট করার দিনে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর। মাঝে রাফি উজ জামান রাফি দুটি, শেখ পারভেজ জীবন এবং মারুফ নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল - ১৪৩/১০ (৩৭ ওভার) (হারুন ৬৫, ওয়াফিউল্লাহ ২৭; মাহফুজুর ৬/২৯)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল -  ১৪৪/৪ (২৩.২ ওভার) (রিজওয়ান ৪৩, জিসান ৩৫; কামরান ২/৩৫)

সর্বশেষ

১০ জুন, শনিবার, ২০২৩

টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তানের প্রথম বহর

১০ জুন, শনিবার, ২০২৩

সিনক্লেয়ারের ঘূর্ণির পর আথানেজের রঙিন অভিষেক

১০ জুন, শনিবার, ২০২৩

রাহানে-শার্দুলের লড়াইয়ের পরও এগিয়ে অস্ট্রেলিয়া

৯ জুন, শুক্রবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

৯ জুন, শুক্রবার, ২০২৩

লক্ষ্য ছাড়াই ইমার্জিং এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

৯ জুন, শুক্রবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দলে চার্লস

৯ জুন, শুক্রবার, ২০২৩

ম্যাথিউসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কা, যাচ্ছেন পাথিরানা

৯ জুন, শুক্রবার, ২০২৩

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

১০ জুন, শনিবার, ২০২৩

মিরপুর টেস্টে বিরতি বাড়ানোর চিন্তা বিসিবির

৯ জুন, শুক্রবার, ২০২৩

পাকিস্তানের বিশ্বকাপ জেতার জোর সম্ভাবনা আছে: ইউসুফ

আর্কাইভ

বিজ্ঞাপন