বাংলাদেশ ক্রিকেট

লিটন টেস্ট ও ওয়ানডের রেকর্ডও ভেঙে দেবেন, বিশ্বাস আশরাফুলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 বৃহস্পতিবার, 30 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তৎকালীন সময়ে এটাই ছিল টি-টোয়েন্টির সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। যদিও এই রেকর্ড টিকেছিল মাত্র ৭ দিন। 

ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। যদিও বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড হিসেবে আশরাফুলের সেই ইনিংসটিই টিকে ছিল ১৬ বছর। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙেছেন লিটন দাস।

রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই আশরাফুলের। তিনি মনে করেন রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। যদিও ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ও টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। সেই রেকর্ডও লিটন ভেঙে দেবেন বলেই বিশ্বাস আশরাফুলের।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।’

গত বছর দেড়েক ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লিটন। তিন ফরম্যাটেই সমানতালে পারফর্ম করছেন তিনি। টেস্টে লিটনের ৫০ এর বেশি গড় রয়েছে। সীমিত ওভারের ফরম্যাটে একশোর ওপরে স্ট্রাইক রেট নিয়ে খেলছেন এই ব্যাটার। লিটনের ব্যাটিং উপভোগ করছেন বলে জানিয়েছেন আশরাফুল।

তিনি বলেন, ‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে অসাধারণ খেলছে। সব ফরম্যাটে ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন বাকি দুই ফরম্যাটে হাই স্ট্রাইক রেটে খেলছে। যেটা আমরা দেখতে চাই। লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে। ’

বাংলাদেশ দলের পারফরম্যান্সেও দারুণ আনন্দিত এই সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। সেটার প্রমাণ আমরা দিচ্ছি। এই বছর চমৎকার ক্রিকেট খেলছে। ’