promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে 'এ' প্লাস ক্যাটাগরিতে জাদেজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের 'এ' প্লাস ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন রবীন্দ্র জাদেজা।


এই অলরাউন্ডার ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে উন্নতি হয়েছে অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ার। দুজনেই 'এ' গ্রেড তালিকায় উন্নীত হয়েছেন। পাশাপাশি শুভমান গিল এবং সূর্যকুমার যাদবও 'সি' গ্রেড থেকে 'বি গ্রেডে উন্নীত হয়েছেন।


বাকি ক্রিকেটার উন্নতির ভিড়ে অবনমন হয়েছে লোকেশ রাহুলের। অফ-ফর্মে থাকা এই ওপেনার কেন্দ্রীয় চুক্তির তালিকায় 'এ' গ্রেড থেকে 'বি' গ্রেডে নেমে গেছেন। পেসার শার্দুল ঠাকুর 'বি' গ্রেড থেকে 'সি' গ্রেডে নেমে গেছেন।


কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন মুখ কুলদিপ যাদব, ইশান কিশান, দীপক হুডা, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং এবং কেএস ভারত। 'সি' গ্রেডে আগের অবস্থান ধরে রেখেছেন ওয়াশিংটন সুন্দর।


promotional_ad

গতবারের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা এবং দীপক চাহার। কেন্দ্রীয় চুক্তির তালিকায় 'এ' প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে পাবেন ৭ কোটি রুপি।


'এ' গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৫ কোটি রুপি। আর 'বি' এবং 'সি' গ্রেডে থাকা ক্রিকেটাররা যথাক্রমে ৩ এবং ১ কোটি রুপি করে পাবেন।


বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা-


গ্রেড 'এ' প্লাস- রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।


গ্রেড 'এ'- হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ সামি, ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল।


গ্রেড 'বি'- চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মোহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল।


গ্রেড 'সি'- উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিশান, দীপক হুডা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কে এস ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball