promotional_ad

মাধেভেরের হ্যাটট্রিকের পর ১ রানে জিতল জিম্বাবুয়ে

হ্যাটট্রিকের পর ওয়েসলে মাধেভেরের উদযাপন / জিম্বাবুয়ে ক্রিকেট
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ জিততে শেষ ৭ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ৭ উইকেট থাকা ডাচদের টানছিলেন কলিন অ্যাকারম্যান ও স্কট এডওয়ার্ড। আগের সাত ওভারে উইকেটশূন্য থাকা ওয়েসলি মাধেভেরে হঠাৎই পাল্টে দেন দৃশ্যপট। ৪৪তম ওভারে বোলিং করতে এসে প্রথম তিন বলে অ্যাকারম্যান, তেজা নিদামানুরু ও পল ভ্যান ম্যাকেরিনকে ফেরান তিনি। ডানহাতি এই অফ স্পিনারের হ্যাটট্রিকের পর তিন উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।


তবুও জয়ের খুব কাছে চলে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ বলে যখন চার রান প্রয়োজন তখন টেন্ডাই চাতারার লো ফুলটস বল বাউন্ডারিতে রূপান্তর করতে পারেননি ফ্রেড ক্লাসেন। ৩ রান নিতে গিয়ে রায়ান ক্লেইন রান আউট হলে মাধেভেরের হ্যাটট্রিকের পর শেষ বলের রোমাঞ্চে ১ রানে জিতে জিম্বাবুয়ে। এ জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা।


promotional_ad

হারারেতে জয়ের জন্য ২৭২ রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসকে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিত সিং। তাদের দুজনের ৪১ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন ব্লেসিং মুজারাবানি। তৃতীয় উইকেটে টম কুপারকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়ে তোলেন ও’ডাউড।


রাজার বলে দুই রান নিয়ে ৫৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া কুপার হাফ সেঞ্চুরি পেয়েছেন রায়ান বার্লকে চার মেরে। ৬৯ বলে হাফ সেঞ্চুরি পাওয়ার পর দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়ে ফিরে যেতে হয় ৭৪ রান করা কুপারকে।


ডানহাতি এই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি ও’ডাউড। রাজার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পর আউট হন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা এই ওপেনার। এরপর অ্যাকারম্যান ও অধিনায়ক এডওয়ার্ডস চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ডাচরা হারে এক রানে। জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রাজা ও মাধেভেরে।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে চার বল বাকি থাকতে ২৭১ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন শন উইলিয়ামস। এ ছাড়া ক্লিভ মাদান্দে ৫২, মাধেভেরে ৪৩ এবং ক্রেইগ আরভিন ৩৯ রানের ইনিংস খেলেছেন। নেদারল্যান্ডসের হয়ে ৫ উইকেট নিয়েছেন সিরাজ আহমদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball