promotional_ad

কোচিং পেশায় জড়িয়ে ক্রিকেটকে বিদায় বললেন কোয়েটজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন কাইল কোয়েটজার। একইসঙ্গে কোচিং পেশাকেও বেছে নিয়েছেন স্কটল্যান্ডের অভিজ্ঞ এই ক্রিকেটার। নারী হান্ড্রেড টুর্নামেন্টে নর্দান ডায়মন্ডসের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।


২০১৮ সালে কোয়েটজারের নেতৃত্বেই তখনকার র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ডকে হারিয়েছিল স্কটল্যান্ড। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে সুপার টুয়েলভে নিয়ে যান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।


promotional_ad

কোয়েটজার বলেন, 'আমি জানি না, এমন সিদ্ধান্ত নেয়ার জন্য এর চাইতে ভালো সময় হতে পারে কিনা। আগে সুযোগ আসলেও আমি এমনটা ভাবিনি। এখন যে সুযোগ এসেছে সেটা লুফে নেয়ার মতোই।'


সঠিক সময়ে অবসর নিচ্ছেন দাবি করে তিনি আরও বলেন, 'স্কটল্যান্ড দলে বর্তমানে একটি ভারসাম্য এসেছে। কোচিং পেশায় যুক্ত হতে এটাই সঠিক সময়। এরকম দারুণ একটি দলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।'


স্কটল্যান্ডের ওয়ানডে ইতিহাসে আর কেউই কোয়েটজারের চাইতে বেশি রান করেননি। ৮৯ ম্যাচে ৩৮.৯২ গড়ে পাঁচটি সেঞ্চুরিসহ তিন হাজার ১৯২ রান এসেছে তার ব্যাটে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।


৭০ ম্যাচে করেছেন এক হাজার ৪৯৫ রান। জাতীয় দলকে মোট ১১০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২২ সালের মে মাসে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন কোয়েটজার। একইসময় জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে দাঁড়ান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball