Connect with us

আইপিএল

ইনজুরির কারণে আইপিএলে অনিশ্চিত শ্রেয়াস


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠের চোট একেবারেই পিছু ছাড়ছে না শ্রেয়াস আইয়ারের। এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না মিডল অর্ডার এই ব্যাটারের। এবার জানা গেছে, পিঠের চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে শ্রেয়াসকে। আর এমনটা হলে আসন্ন আইপিএল এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলা হবে না নির্ভরযোগ্য এই ব্যাটারের।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এমনই এক সংবাদ। অস্ত্রোপচার করানোর জন্য নাকি শ্রেয়াসকে লন্ডনে পাঠানোর উদ্যোগ নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, 'শ্রেয়াসকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডনে কোনও বিশেষজ্ঞের হাতেই অস্ত্রোপচার করা হতে পারে। তবে ভারতে যদি একই রকম সুবিধা কোথাও পাওয়া যায়, সে ক্ষেত্রে দেশেই অস্ত্রোপচার করা হতে পারে।'

শুধু শ্রেয়াসই নয়, এমনটা হলে বড় রকমের ধাক্কা খেতে পারে তার দল কলকাতা নাইট রাইডার্সও। কেননা কলকাতার অধিনায়ক ছিলেন শ্রেয়াস। শেষ মুহূর্তে এই মিডল অর্ডার ব্যাটারকে না পেলে নতুন অধিনায়ক খুঁজতে হবে দলটিকে।



লম্বা সময় ধরে পিঠের চোটে ভুগছেন শ্রেয়াস। এ কারণে মাঝে মধ্যেই জাতীয় দলের খেলা মিস করছেন তিনি। গত জানুয়ারিতে এই ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি তিনি।

একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও (নাগপুর টেস্ট) খেলা হয়নি নির্ভরযোগ্য এই ব্যাটারের। তারপর অবশ্য সিরিজের দ্বিতীয় (দিল্লি) এবং তৃতীয় (ইন্দোর) টেস্টে খেলেন শ্রেয়াস।

সিরিজের চতুর্থ টেস্টেও খেলেন তিনি। আর এই টেস্টে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তার পিঠের পুরোনো চোট। ফলে আহমেদাবাদ টেস্টে ব্যাটিং করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

সর্বশেষ

৩ জুন, শনিবার, ২০২৩

‘এখনই গিলকে শচিন ও কোহলির সঙ্গে তুলনা করা অনুচিত’

৩ জুন, শনিবার, ২০২৩

পাকিস্তান সিরিজেই টেস্ট থেকে অবসরে যাচ্ছেন ওয়ার্নার

৩ জুন, শনিবার, ২০২৩

শামিকে হুমকি মানছেন পন্টিং-গিলেস্পি

৩ জুন, শনিবার, ২০২৩

এশিয়া কাপ আয়োজন করতে চেয়ে পাকিস্তান সিরিজ হাতছাড়া করছে শ্রীলঙ্কা!

৩ জুন, শনিবার, ২০২৩

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জিম্বাবুয়ের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

৩ জুন, শনিবার, ২০২৩

পোপের ডাবল ও ডাকেটের ১৮২ রানের পর টাংয়ের ৩ উইকেট

২ জুন, শুক্রবার, ২০২৩

‘ইন্টারেস্টিং’ আফগানিস্তান সিরিজে তিন বিভাগেই পারফরম্যান্স চান তামিম

২ জুন, শুক্রবার, ২০২৩

৫ বছর পর সিলেটে টেস্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড

২ জুন, শুক্রবার, ২০২৩

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে আফগানিস্তান

২ জুন, শুক্রবার, ২০২৩

জয়ের সেঞ্চুরি ও ইয়াসিরের দৃঢ়তায় হার এড়াল বাংলাদেশ

আর্কাইভ

বিজ্ঞাপন