promotional_ad

ইনজুরির কারণে আইপিএলে অনিশ্চিত শ্রেয়াস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিঠের চোট একেবারেই পিছু ছাড়ছে না শ্রেয়াস আইয়ারের। এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না মিডল অর্ডার এই ব্যাটারের। এবার জানা গেছে, পিঠের চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে শ্রেয়াসকে। আর এমনটা হলে আসন্ন আইপিএল এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলা হবে না নির্ভরযোগ্য এই ব্যাটারের।


ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এমনই এক সংবাদ। অস্ত্রোপচার করানোর জন্য নাকি শ্রেয়াসকে লন্ডনে পাঠানোর উদ্যোগ নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


promotional_ad

বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, 'শ্রেয়াসকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডনে কোনও বিশেষজ্ঞের হাতেই অস্ত্রোপচার করা হতে পারে। তবে ভারতে যদি একই রকম সুবিধা কোথাও পাওয়া যায়, সে ক্ষেত্রে দেশেই অস্ত্রোপচার করা হতে পারে।'


শুধু শ্রেয়াসই নয়, এমনটা হলে বড় রকমের ধাক্কা খেতে পারে তার দল কলকাতা নাইট রাইডার্সও। কেননা কলকাতার অধিনায়ক ছিলেন শ্রেয়াস। শেষ মুহূর্তে এই মিডল অর্ডার ব্যাটারকে না পেলে নতুন অধিনায়ক খুঁজতে হবে দলটিকে।


লম্বা সময় ধরে পিঠের চোটে ভুগছেন শ্রেয়াস। এ কারণে মাঝে মধ্যেই জাতীয় দলের খেলা মিস করছেন তিনি। গত জানুয়ারিতে এই ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি তিনি।


একই কারণে অস্ট্রেলিয়ার ব???পক্ষে সিরিজের প্রথম টেস্টেও (নাগপুর টেস্ট) খেলা হয়নি নির্ভরযোগ্য এই ব্যাটারের। তারপর অবশ্য সিরিজের দ্বিতীয় (দিল্লি) এবং তৃতীয় (ইন্দোর) টেস্টে খেলেন শ্রেয়াস।


সিরিজের চতুর্থ টেস্টেও খেলেন তিনি। আর এই টেস্টে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তার পিঠের পুরোনো চোট। ফলে আহমেদাবাদ টেস্টে ব্যাটিং করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball