promotional_ad

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারতে খেললে সাকিবের ১০-১২ হাজার রান থাকত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে একটি স্মারক উপহার দেয়া হয় তাকে। স্মারক হস্তান্তরের সময় তাকে প্রশংসায় ভাসান চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের হেড কোচের মতে, অন্যান্য কন্ডিশনে খেললে সাকিব এতদিনে ১০-১২ হাজার রানও করে ফেলতে পারতেন।


সম্প্রতি বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে ড্রেসিংরুমের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই হাথুরুসিংহেকে এমনটা বলতে শোনা গেছে। এপ্রেসিয়েশন স্পিচ দিতে গিয়েই এমনটা বলেছেন লঙ্কান এই কোচ।


promotional_ad

তিনি বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা, এবং শুরুতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা যাদের বোলিং আক্রমণ অনেক বেশি ভালো ছিল। যদিও এটা এখন একেবারেই এমন (শক্তিশালী) নয়, অন্তত শেষ ৫-৬ বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন কিন্তু এটা সহজ ছিল না।’


‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে তাহলে তোমার যে প্রতিভা তাতে করে তোমার রান থাকত ১০,০০০ বা ১২,০০০। এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুবই ভালো করেছো।’


আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি ওয়ানডে সিরিজে আরেকটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ওয়ানডেতে কমপক্ষে সাত হাজার রান ও তিনশ উইকেট পাওয়া অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।


এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান, ৩২৩ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৮০৬৪ রান, ৩৯৫ উইকেট) এমন কীর্তি গড়েছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball