Connect with us

ডিপিএল

মিঠুন-রুবেলদের নৈপুণ্যে প্রাইম ব্যাংকের বড় জয়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহাম্মদ মিঠুন ও আদিল আমিনের হাফ সেঞ্চুরি এবং রুবেল হোসেনের অসাধারণ বোলিংয়ে এই জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৯৫ রান তোলে প্রাইম ব্যাংক। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.১ ওভারে ২১৭ রান তুলে অলআউট হয় শাইনপুকুর।


শাইনপুকুরের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান আসে দলটির লঙ্কান রিক্রুট সংগীত মালিন্দু কুরের ব্যাটে। ৭৯ বলে ৪৯ রান তুলে রেজাউর রহমান রাজার বলে ফিরে যান এই ব্যাটার। এছাড়া শেষ দিকে মেহেদী হাসান রানার ব্যাটে আসে ৪০ বলে ৪৬ রান। এই ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার।


আর মাঝের দিকে ৬২ বলে ৪১ রানের ইনিংস খেলে তাইজুল ইসলামের বলে ফিরে যান আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া উল্লেখ করার মতো ইনিংস ছিল না কারোরই। প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে ৩৬ রান খরচায় ৪ উইকেট নেন রুবেল। দুটি উইকেট নেন রাজা।

এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ হাসানউজ্জামানের উইকেট হারায় প্রাইম ব্যাংক। লেগ বিফোর উইকেটের ফাঁদে তাকে বিদায় করেন নাহিদ রানা। এরপর ১৩২ রানের জুটি গড়েন প্রান্তিক নাবিল এবং মিঠুন। ৬২ বলে ৪৩ রান করে ফিরে যান নাবিল।

বিপ্লবের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এর একটু পর নাসির হোসেনকেও (১২) ফেরান বিপ্লব। তার ক্যাচটি লুফে নেন ফরহাদ রেজা। এর একটু পর ফিরে যান অধিনায়ক মিঠুনও। হাসান মুরাদের বলে বোল্ড হয়ে সেঞ্চুরি মিস করেন তিনি।

৯৭ বলে খেলা ৯৩ রানের এই ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছক্কার মার। ১৬৬ রানে চার উইকেট হারানো দলটিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন আমিন এবং আল আমিন জুনিয়ররা। আদিল করেন ৭২ বলে অপরাজিত ৬৪ রান।

৩১ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৯ রান তোলেন আল আমিন। শেষদিকে ১৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন অলক কাপালি। শাইনপুকুরের বোলারদের মধ্যে ৩১ রান খরচায় তিন উইকেট নেন ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন নাহিদ এবং বিপ্লব।

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন