promotional_ad

শ্রীলঙ্কাকে ফাইনালে তুলতে না পেরে নেতৃত্ব ছাড়ছেন করুনারত্নে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বেশ ভালোভাবেই ছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের দ্বিতীয় চক্রের ফাইনালে জায়গা করে নিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার বিকল্প ছিল না তাদের হাতে। সেই সাথে তাকিয়ে থাকতে হতো ভারত ও অস্ট্রেলিয়ার আহমেদাবাদ টেস্টের দিকে।


ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট ড্র হলেও নিজেদের কাজটা করতে পারেননি দিমুথ করুনারত্নেরা। কেন উইলিয়ামসন আর ড্যারিল মিচেলের ব্যাটিংয়ের কাছে শেষ বলের থ্রিলারে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় তাদের।


সিরিজের শেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হেরে শ্রীলঙ্কা। অথচ কিউইদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে মাউন্ট মঙ্গানুইতে পা রেখেছিল লঙ্কানরা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন করুনারত্নে।


promotional_ad

আয়ারল্যান্ড সিরিজের পর অধিনায়ক ছাড়তে চান তিনি। ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) নির্বাচক প্যানেলকে সেটি জানিয়েও দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। করুনারত্নে মনে করেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র নতুন কোনো অধিনায়কের হাত ধরে শুরু করা উচিত।


এ প্রসঙ্গে করুনারত্নে বলেন, ‘আমি নির্বাচকদের জানিয়ে দিয়েছি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নতুন অধিনায়ক নিয়োগ দেয়াটা ভালো হবে। তাই আমি আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগ করতে প্রস্তুত আছি।’


‘নির্বাচকরা আমার সিদ্ধান্ত নিয়ে কি ভাবছে সেটা আমি এখনও জানি না। তবে আমি মনে করি নতুন চক্র নতুন অধিনায়ক দিয়ে শুরু করা ভালো। না হলে আমি মাঝখানে পদত্যাগ করবো।’


২০১৯ সালে শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন করুনারত্নে। এখন পর্যন্ত লঙ্কানদের ২৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে ১০ জয়ের পাশাপাশি ১০টি হার ও ৬টি ড্র আছে তার নামের পাশে। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার জার্সিতে ২ হাজার ২৪২ রান করেছেন করুনারত্নে।


৪৭.৭০ গড়ে রান করা করুনারত্নের নামের পাশে ৬ সেঞ্চুরির সঙ্গে ১২টি হাফ সেঞ্চুরি করেছেন। লঙ্কান অধিনায়কের নেতৃত্বের সময়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল জো রুট, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, বাবর আজম ও বেন স্টোকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball