বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বিশ্বকাপ মাথায় রেখেই সব ধরনের উইকেটে বাংলাদেশের প্রস্ততি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 রবিবার, 19 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে সবসময়ই স্পোর্টিং উইকেটে খেলা হয়। যেখানে ব্যাটারদের সঙ্গে সহযোগিতা পান বোলাররাও। তবে উপমহাদেশে খেলা হলে স্পিনাররাই বেশ সহায়তা পান। চলতি বছরের শেষভাগে ভারতে বসছে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে উইকেট কেমন হবে এই বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি।

এরপরও স্পোর্টিং উইকেটে খেলা হবে ধারণা নিয়েই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। উপমহাদেশের বাইরের দলগুলো নিয়মিত সিরিজ খেলছে এই অঞ্চলে এসে। অন্য সবার মতো বাংলাদেশ দলও প্রস্তুতি নিচ্ছে এই বিশ্বকাপকে ঘিরে।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে স্পিন বান্ধব উইকেটে খেলা হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে নিখাদ ব্যাটিং উইকেটে খেলা হয়েছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩৩৮ রান সংগ্রহ করেছিল। টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে কোন ধরনের উইকেট খেলা হবে সেটা নিশ্চিত নন তিনি।

সব ধরনের উইকেটে খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দেখা গেছে স্পিনাররা খুব বেশি সাহায্য পাননি উইকেট থেকে। যদিও নাসুম আহমেদ ও সাকিব আল হাসান মিলে ৪ উইকেট নিয়েছিলেন। বাকি ৬ উইকেট অবশ্য গিয়েছিল পেসারদের ঝুলিতে।

এবাদত হোসেন একাই নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের নামের পাশে ছিল ২ উইকেট। এমন স্পোর্টিং উইকেটেও সাকিব-নাসুমরা ভালো বোলিং করায় আনন্দিত হেরাথ। তিনি মনে করেন যেকোনো উইকেটের জন্য প্রস্তুত থাকতে হবে বোলারদের।

এ প্রসঙ্গে টাইগার স্পিন কোচ বলেন, 'আমরা জানি না কি ধরনের উইকেট পাবো, বিশেষ করে সামনে যেহেতু বিশ্বকাপ আসছে...। আমাদের যেকোনো উইকেটে খেলার জন্য তৈরি থাকতে হবে। এখানে উইকেট থেকে স্পিনাররা খুব বেশি সাহায্য পায়নি। কিন্তু আমরা এই উইকেটেও ভালো বোলিং করেছি।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ব্যাটার ও বোলারদের তৈরি থাকার পরামর্শ দিয়েছেন হেরাথ। তিনি বলেন, 'আমরা জানি না কি ধরনের উইকেট পাবো। যেকোনো উইকেটের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা বোলার ও ব্যাটার সবার ক্ষেত্রেই প্রযোজ্য।'