নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

উইলিয়ামসন-নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরিতে শক্ত অবস্থানে কিউইরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:08 শনিবার, 18 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ফর্মের শিখরে আছেন কেন উইলিয়ামসন। সেই ফর্মের ধারাবাহিকতা দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও। হেনরি নিকোলসকে নিয়ে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বোলারদের রীতিমতো শাসন করেছেন উইলিয়ামসন। দুজনেই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি।

এই দুজনের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডও রানের পাহাড় গড়েছে। কিউইরা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ৫৮০ রান নিয়ে। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। তারা ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

ওয়েলিংটনে প্রথম দিন ছিল বৃষ্টির দাপট। প্রথম দিন খেলা হয়েছিল ৪৮ ওভার। কিউইরা দিন শেষ করেছিল ২ উইকেটে ১৫৫ রান নিয়ে। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ওয়ানডে গতিতে রান করেছে নিউজিল্যান্ড। তারা ৭৫ ওভারে ৫.৬৬ গড়ে রান তুলেছে প্রতি ওভারে। এর মধ্যে তারা যোগ করেছে ৪২৫ রান।

টেস্টে টানা তৃতীয় সেঞ্চুরিটিকে উইলিয়ামসন ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। তার ২৯৬ বলের ইনিংসটি ছিল ২৩টি চার ও ২ ছক্কায়। এটি তার ২৮তম টেস্ট সেঞ্চুরি। আর তার নামের পাশে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিও যোগ হলো। নিকোলসের ডাবল সেঞ্চিরিটা বেশ চমক হয়েই এসেছে।

নিকোলস এক বছর ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। গত বছর ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেও এরপর টানা ১৫ ইনিংসে হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। এবার প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি দিয়ে সেই স্বাদ পূরণ করলেন তিনি।

টেস্টে এবারই প্রথমবারের মতো দুই ব্যাটারের ডাবল সেঞ্চুরি দেখলো নিউজিল্যান্ডের ক্রিকেট। তৃতীয় উইকেটে উইলিয়ামসন আর নিকোলস ৩৬৩ রানের জুটি গড়েছেন। তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের হয়ে এটাই সবচেয়ে বড় জুটিও বটে।

উইলিয়ামসন তিন অঙ্ক ছুঁয়েছেন ১৭১ বলে। এরপর ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন আর ১১৫ বল খেলে। নিকোলস সেঞ্চুরি করেছেন ১৭৩ বলে। এরপরই হাত খুলে রান করতে থাকেন তিনি। ৬৭ বলে পরের ১০০ রান যোগ করেছেন তিনি। উইলিয়ামসন ২১৫ রান করে আউট হলেও ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন নিকোলস।

মাঝে ১৭ রান করে আউট হন ড্যারিল মিচেল। টম ব্লান্ডেল ১৭ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট নেন কাসুন রাজিথা। একটি করে উইকেট পান। ধনাঞ্জয়া ডি সিলভা ও প্রবাথ জয়াসুরিয়া। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওশাদা ফার্নান্দো (৬) ও কুশাল মেন্ডিসকে (০) হারায় শ্রীলঙ্কা।