অস্ট্রেলিয়া ক্রিকেট

অবসরে টিম পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:22 শুক্রবার, 17 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন টিম পেইন। ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে নিজ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষককে গ্লাভস হাতে আর উইকেটের পিছে দেখা যাবে না।

অবসরের ব্যাপারে পেইন নিজে অবশ্য কিছু জানাননি। নিজের শেষ ম্যাচে তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে নামার আগেও কিছু বলেননি তিনি। শেষ দিনে ম্যাচটি যখন নিষ্প্রাণ ড্রয়ের দিকে আগায় তখন দুই পক্ষের সমঝোতায় ৬২ ওভারেই খেলা শেষ হয়।

ম্যাচ শেষে বেলারিভ ওভালে গার্ড অব ওনার দেয়া হয় ঘরোয়া ক্রিকেটে ১৮ বছর পার করা পেইনকে। এরপর অবশ্য সংবাদ সম্মেলনেও আসেননি পেইন। তার অবসরের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন তাসমানিয়ার অধিনায়ক জর্ডান সিল্ক।

সিল্ক বলেন, 'সে অসাধারণ একজন খেলোয়াড়। আমার মনে হয় ২২ বছরের মতো সে পেশাদার ক্রিকেট খেলেছে। দীর্ঘ এই ক্যারিয়ারে সে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছে। স্টাম্পের পেছনে তাকে মিস করব।'

'এখন অনেকেই খেলে, তবে অস্ট্রেলিয়া টিম পেইনের মতো অসাধারণ একজন উইকেটরক্ষককে আর কখনোই পাবে না। সে এরপর যা-ই করুক, আমি তাকে শুভকামনা জানাতে চাই।'

শেফিল্ড শিল্ড ক্যারিয়ারে ৯৫টি ম্যাচ খেলেছেন পেইন। অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে খেলেছেন ৩৫টি টেস্ট। সবমিলিয়ে ঘরোয়া ক্রিকেটে ১৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। শেফিল্ড শিল্ডে তার ডিসমিসালস সংখ্যা ২৯৬টি।

এ ছাড়াও প্রায় ৩০ গড় এবং তিনটি সেঞ্চুরিতে ছয় হাজার ৪৯০ রান করেছেন তিনি। জাতীয় দলে সেঞ্চুরি না পেলেও ৯টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। সবমিলিয়ে টেস্টে ডিসমিসালস সংখ্যা ১৫৭টি।

২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পেইন। যদিও সেক্সটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় স্বেচ্ছায় অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে বিদায় নেন তিনি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বোঝাই যায় ৩৮ বছর বয়সী পেইন আর কখনোই জাতীয় দলে ফিরবেন না।