promotional_ad

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাটিতে আরও বেশি সিরিজ চান তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ এক যুগে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ওয়ানডেতে পরাশক্তি হয়ে উঠলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না তারা। যদিও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে তাদের মাটিতে আরও বেশি সিরিজ চান তামিম ইকবাল।


২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক খেলা হয়নি বাংলাদেশের। সেবার টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজও খুইয়েছিল টাইগাররা। যদিও ব্রিস্টলে সিরিজের শেষ ম্যাচে ৫ রানে জিতেছিল তামিমরা। সেই সিরিজের পর বাংলাদেশে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে ইংলিশরা।


দুটি ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে জস বাটলারদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজ খেলা হয়নি আরও বেশি সময় ধরে। সবশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে খেলতে ক্যাঙ্গারুদের দেশে গিয়েছিল বাংলাদেশ।


promotional_ad

যদিও ঘরের মাঠে স্টিভ স্মিথদের সঙ্গে সিরিজ খেলা হয়েছে সাকিবদের। এদিকে ২৪ বছর পর ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে বাংলাদেশকে। তবে তামিমের চাওয়া ক্রিকেটের মোড়ল হয়ে ওঠা এই ‍দুই দেশে আরও বেশি সিরিজ খেলা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে খেলা দুটি ইনিংসের স্মৃুতিচারণ করেছেন তিনি।


ডেইলি মিররের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘সেই ইনিংস দুটি সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের উচিত আমাদের আরও বেশি আমন্ত্রণ (দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য) জানানো। তোমাদের ওইখানে আমরা যখন শেষবার খেলেছিলাম তখনকার ফলাফলটা আসলে দুর্ভাগ্যজনক ছিল।’


‘বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যে আমাদের প্রায়ই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সফর করা উচিত। আমি জানি না আসলে এটা কেন হয় না। ১৩ বছর হয়ে গেছে আমরা ইংল্যান্ডে খেলতে যাই না। এটা দুঃখজনক যে আমরা এত ভালো করার পরও সফর করিনি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।’


২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বাংলাদেশের প্রায় ৬ লাখের বেশি মানুষ থাকে। যে কারণে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ প্রচুর দর্শক দেখা গেছে। তামিম বিশ্বাস করেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে গ্যালারিতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সমর্থক বেশি থাকবে।


তামিম বলেন, ‘আমি তোমাকে এটা নিশ্চিত করতে পারি খেলা হলে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সমর্থক বেশি হবে। তুমি যদি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা মনে করো তাহলে দেখবে আমরা ইংলিশ সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমরা ইংল্যান্ডে খেলার আমন্ত্রণ পেলে গ্যালারি ফুল হাউজ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball