promotional_ad

অনলাইন টিকিটের যুগে পা রাখছে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট কালোবাজারি নিয়ে হতাশার কমতি ছিল না। টুর্নামেন্টের ফাইনালের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, উপহার হিসেবে দেয়া তার টিকিটগুলোও নাকি কালোবাজারি হয়। এবার সেটা কমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আয়ারল্যান্ড সিরিজের টিকিটই পাওয়া যাবে অনলাইনে।


সিরিজটিকে সামনে রেখে আজ (১৫ মার্চ) মিরপুরে টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। আর সেখানেই অনলাইনে টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।


জানা গেছে, প্রাথমিকভাবে বিসিবির ওয়েবসাইটেই পাওয়া যাবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট। যেখানে ওয়ানডে ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা।


promotional_ad

এই চেষ্টা অবশ্য ইংল্যান্ড সিরিজেই করেছিল বিসিবি। যদিও নানান কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। একই সঙ্গে আয়ার‌ল্যান্ড সিরিজ থেকে অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট সংখ্যক টিকিট ছাড়ার আশ্বাসও দেন তিনি।


এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছিলেন, ‘অবশ্যই সম্ভব। অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষকে কিছুটা কমফোর্ট। অনলাইন ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্লাটফর্ম। কিন্তু আমরা এবারও পারিনি। চেষ্টা করবো আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’


‘খুব একটা জটিল প্রক্রিয়া না। কিন্তু কিছু স্পন্সর ও কমার্শিয়াল বিষয় থাকে এসব আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু একটা প্লাটফর্ম ও স্পন্সরের বিষয় ঠিক করে আমরা।’


১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান??ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই পাড়ি জমাবে চট্টগ্রামে।


সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৫ ও ২৬ মার্চ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবে দুই দল। এরপর ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball