promotional_ad

ব্যাটিং স্বর্গে গিলের সেঞ্চুরি, কোহলির হাফ সেঞ্চুরি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই আলোচনায় ছিল ভারতের উইকেট। প্রথম তিন টেস্টই খেলা হয়েছে স্পিন বান্ধব উইকেটে। ম্যাচের ফলাফল হয়ে গিয়েছিল তিন দিনেই। চতুর্থ টেস্টে এখনও পর্যন্ত খুব বেশি প্রভাব ফেলতে পারছেন না স্পিনাররা।


তিনদিন জুড়েই রাজত্ব করেছেন ব্যাটাররা। আহমেদাবাদ টেস্টে তৃতীয় দিনে ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তুলে সেঞ্চুরি করেছেন শুভমান গিল। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবে ভারত সংগ্রহ করেছে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান।


promotional_ad

এখনও স্বাগতিকরা পিছিয়ে আছে ১৯১ রানে। সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই সেরা ফর্মে আছেন গিল। চতুর্থ টেস্টেও সুযোগ পেয়ে ২৩৫ বলে তিনি খেলেছেন ১২৮ রানের ইনিংস। এর আগে বাংলাদেশের মাটিতে সাদা পোশাকে একটি সেঞ্চুরি আছে গিলের।


এবার প্রথমবারের মতো দেশের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন এই ভারতীয় ব্যাটার। এই ইনিংস খেলার পথে ১২টি চার ও একটি ছক্কা মেরেছেন এই ডানহাতি ব্যাটার। এদিকে কোহলি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৫ ইনিংস পর। কোহলি তৃতীয় দিন শেষ করেছেন ৫৯ রানে অপরাজিত থেকে।


১৬ রান নিয়ে তার সঙ্গী রবীন্দ্র জাদেজা। এদিন বিনা উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। প্রথম ঘণ্টাতেই অধিনায়ক রোহিত শর্মা আউট হন ৩৫ রান করে। এর ফলে গিলের সঙ্গে তার ৭৪ রানের জুটি ভাঙে। ম্যাথু কুনেমানের বলে এক্সট্রা কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রোহিত।


এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে ভারতের ইনিংস টেনেছেন গিল দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছেন ১১৩ রান। পূজারাকে নিয়েই ১৯৪ বলে সেঞ্চুরি তুলে নেন গিল। তার সেঞ্চুরি পূরণের ঠিক পরেই পূজারার উইকেট হারায় ভারত। এই ভারতীয় ব্যাটার ফেরেন ৪২ রান করে।


তৃতীয় উইকেটে কোহলিকে নিয়ে আরও ৫৮ রান যোগ করেন গিল। সেঞ্চুরিয়ান গিলকে এলবিডব্লিউ করে ফেরান নাথান লায়ন। এরপর ভারতকে আর কোনো বিপদে পড়তে হয়নি। কোহলি-জাদেজা মিলে দিনের বাকি সময়টা বেশ ভালোই সামাল দিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball