promotional_ad

আইপিএলে খেলা হচ্ছে না রিচার্ডসনের, অ্যাশেজ নিয়েও শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না ঝাই রিচার্ডসনের। আসন্ন অ্যাশেজেও এই পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগেই হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে ছুরিকাঁচির নিচে যেতে হচ্ছে এই অজি পেসারকে। অ্যাশেজের আগে তিনি সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


ক্লাব ক্রিকেটে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রিচার্ডসন। গত সপ্তাহেই মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ফিরতে পারেননি। জানা গেছে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও দেখা যাবে না এই পেসারকে। মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


রিচার্ডসনকে সর্বশেষ খেলতে দেখা গেছে বিগ ব্যাশে। ৭ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৫ উইকেট। আইপিএলের এবারের আসরে তার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা ছিল। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলার কথা থাকলেও খেলেননি তিনি। ফলে টানা দুই মৌসুমে এই অজি পেসারকে দেখা যাচ্ছে না মিলিয়ন ডলার লিগে।


promotional_ad

রিচার্ডসন এই টুইটে বলেছেন, 'ইনজুরি ক্রিকেটের বড় অংশ, এটাই ফ্যাক্ট। অবশ্যই এটা নিয়ে হতাশ আমি। কিন্তু এখন আমি এমন এক পরিস্থিতিতে রয়েছি যে যেখান থেকে আমি ফিরতে পারবো যেটা আমি করতে ভালোবাসি এবং আগের চেয়ে ভালো প্লেয়ার হতেও কঠোর পরিশ্রম করতে পারি। এক ধাপ পেছালেও এটা দুই ধাপ এগোনোর সুযোগ। এটাই করতে হবে।'


এর আগেও বড় ধরনের চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। করাতে হয়েছে অস্ত্রোপচারও। এর আগে ২০১৯ সালে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন এই অজি পেসার। এরপর তাকে ছুরিকাঁচির নিচে যেতে হয়েছিল। এ কারণ ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি তিনি।


এরপর ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন তিনি। কাঁধের চোট কাটিয়ে রিচার্ডসনের এটাই ছিল প্রথম টেস্ট। যদিও পরের ম্যাচেই নিগ্যালের কারণে দলের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। তাই আগের ইনজুরিকেই এবার অনুপ্রেরণা মানছেন এই অজি পেসার।


গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন রিচার্ডসন। যদিও হালকা ইনজুরির কারণে এরপর শেফিল শিল্ডে মাত্র দুটি ম্যাচ ও মার্শ কাপে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার। এবার লম্বা সময়ের জন্যই ছিটকে গেলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball