promotional_ad

৫০০ উইকেট নিতে চান হাসান মাহমুদ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পর নিজের নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান মাহমুদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই পেসার।


ক্যারিয়ারে সবেমাত্র ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসান। ছয়টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১১টি টি-টোয়েন্টিও। ২৩ বছর বয়সী এই পেসার সবমিলিয়ে উইকেট নিয়েছেন ২৩টি। টেস্টে এখনও অভিষেক হয়নি তার।


যদিও স্বপ্ন অনেক বড় হাসানের। ক্যারিয়ার শেষ করতে চান অন্তত ৫০০ উইকেট শিকার করে। 'ক্যারিয়ারের শেষে নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান'- জনৈক সাংবাদিকের এমন প্রশ্নে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বর্ষে থাকা হাসানের জবাব, '৫০০ উইকেট অবশ্যই'।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য খেলা হয়নি হাসানের। তরুণ এই পেসার জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই। আর সেখানেই আলো ছড়ান হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জেতার রাস্তা প্রথমে তৈরি করেন হাসানই।


আগে ব্যাটিং পেয়ে সেই ম্যাচে উড়তে থাকে ইংল্যান্ড। এমনকি হাসান নিজেও খরুচে বোলিং করছিলেন। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান। ইংলিশ দলপতি জস বাটলার তাকে টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান।


পরের ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান। ১৭তম ওভারে মাত্র ১ রান দিন তিনি। সেই ওভারের প্রথম বলেই ফেরান বাটলারকে। তারপর ১৯তম ওভারে ৪ রান খরচায় তুলে নেন স্যাম কারানের উইকেট।


তার এমন বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র ২১ রান নিতে পারে ইংল্যান্ড। ১৫৭ রানের লক্ষ্য পেয়ে পরবর্তীতে ৬ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।


হাসান বলেন, 'ওই সময় ও যে আমাকে ছক্কা মারছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিই নাই ও কী করতেছিল। আমি ভাবতেছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল এনিহাউ ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।'


'আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল খারাপ হলেও পরের বলের ফোকাসটা রাখি, আমার শক্তির জায়গায় থাকি। ওই সময়টায় নিজের ক্যারেক্টারটা দেখাতে পছন্দ করে। চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball