;পাকিস্তান ক্রিকেট

আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে বাবরদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শুক্রবার, 10 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। যদিও আসন্ন এই সিরিজে সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি পরিবর্তনের ব্যাপারেও একমত হয়েছে। সিরিজটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

এই সিরিজে থাকছে হক আই টেকনোলজি। এর প্রাপ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দুটি দেশের ক্রিকেট বোর্ড। দুই বোর্ডেরই চাওয়া সেরা ব্রডকাস্ট সুবিধা নিয়েই আয়োজন হোক এই সিরিজটি।

এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে আসন্ন এই সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে অধিনায়ক বাবর আজমকে। তার সঙ্গে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলের বাইরে রাখা হতে পারে ব্যস্ত সূচির ধকল সামলে নিতে। যদিও তারা বাকি ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি।

বাবর না থাকলে এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শাহীন আফ্রিদিকে। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সীমিত ওভারের দলে তরুণদের সুযোগ দেয়ার পক্ষে পিসিবি। পিএসএলে দারুণ খেলায় আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেতে পারেন আজম খান, ইমাদ ওয়াসিম, ইহসানউল্লাহ, সাইম আইয়ুব ও ওসামা মিরের মতো ক্রিকেটাররা।

আফগানিস্তান-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি-

১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ