promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে শন মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শন মার্শ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২২ বছর শেফিল শিল্ডে খেলার পর সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৩৮টি টেস্ট খেলেছেন।


২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মার্শের। পুরো ক্যারিয়ারের আক্ষেপ ঘুচিয়ে গত বছর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে তিনি এনে দিয়েছিলেন শেফিল শিল্ডের শিরোপা। ভাই মিচেল মার্শের অবর্তমানে দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।


বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে জর্জরিত মার্শ। এই গ্রীষ্মে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছে তার। মূলত এ কারণেই এই মৌসুম শেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ১২ হাজার ৩২ রান করেছেন তিনি।


promotional_ad

বাঁহাতি এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ২১৪ রানের। ২০০৯ সালে ভিক্টোরিয়ার বিপক্ষে অপরাজিত এই ইনিংস খেলেছিলেন মার্শ। মার্শ টেস্টে তার অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার ইনিংসটি ছিল ১৪১ রানের।


ক্রিকেট মিস করবেন সেটা নিশ্চিত ভাবেই জানেন মার্শ। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন মার্শ। তিনি মনে করেন ক্যারিয়ারের এই পর্যায়ে এটিই সঠিক সিদ্ধান্ত। বারবার চোট আঘাতে মানসিক ও শারীরিকভাবেও তিনি ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।


মার্শ অবসরের সিদ্ধান্ত জানিয়েছে বলেছেন, 'যদিও এই সিদ্ধান্তটি কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। এই বিষয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। এমনকি বাবা এবং ভাইদের সঙ্গেও আলোচনা করেছি, আমি জানতাম যে সঠিক সিদ্ধান্তটি নিতেই হবে। এটা দারুণ একটি যাত্রা ছিল, আমি স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি ২২ বছর খেলবো।'


অবসরের পর কি করবেন সেই পরিকল্পনাও ভেবে রেখেছেন মার্শ। তিনি জানিয়েছেন, পরিবারকে সময় দেবেন তিনি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের জন্য পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেটারই প্রতিদান দিতে চান অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।


তিনি বলেন, 'মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি ভেঙে পড়েছি এবং আমি জানি এটা আমার জন্য, আমার দলের জন্য ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত। আমি বিরতিটা উপভোগ করবো এবং পরিবারের সঙ্গে সময়য়টা কাটাতে চাইবো। তারা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে আমার খেলার জন্য এবং যেটা আমি ভালোবাসি খেলতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball