পাকিস্তান ক্রিকেট

এক সিরিজের জন্য পাকিস্তানের হেড কোচ হচ্ছেন ইউসুফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 বৃহস্পতিবার, 09 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

এক সিরিজের জন্য পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন দেশটির সাবেক এই ব্যাটার। এমন সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম দ্যা ডন।

স্বনামধন্য পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে হেড কোচ হিসেবে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ইস্যু মোটামুটি নিশ্চিত হলেও এই ব্যাপারে এখনও কোনো সমাধানে আসতে পারেনি পিসিবি।

আপাতত মোহাম্মদ ইউসুফকে দিয়েই কাজ চালিয়ে নিতে চায় তারা। একইসঙ্গে তার সাথে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফ থাকবে। মূলত আর্থার সশরীরে না আসতে পারার কারণে এই সিরিজের জন্য বিকল্প হেড কোচ খুঁজছে পাকিস্তান।

পাকিস্তানের জাতীয় দলে এর আগে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের বয়স ভিত্তিক বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ছিলেন তিনি।

দুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে 'হোম সিরিজের' সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চ ৩ টি ম্যাচ খেলবে দুটি দল।

শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ মার্চ। ইতিহাসে এবারই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।