promotional_ad

'আমি জাদুকর নই', সিরিজ জয়ের প্রশ্নে হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের মতো দলের সঙ্গে সিরিজ যেন বাংলাদেশের জন্য সোনার হরিণ। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে এসেছে ইংলিশরা। ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে। এবার সামনে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অবাক হওয়ার মতো বিষয় হলো ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ২০ ওভারের সিরিজ।


এমনিতে শক্তিমত্তায় এই ফরম্যাটে বেশ পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে ইংল্যান্ড এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কি হতে পারে? সিরিজের ফলাফলই বা কেমন হতে পারে। এ নিয়ে অবশ্য ভবিষ্যদ্বাণী করতে চান না বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।


promotional_ad

সোজাসাপ্টা উত্তরে জানিয়েছেন, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’


ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ যেকোনোভাবেই চাইবে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইয়ে দিতে। এর আগে ইংল্যান্ড ও বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছে। সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল ৮ উইকেটে।


দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়ে আমূল বদলে মনোযোগ দিচ্ছেন না হাথুরুসিংহে। তিনি ধীরেসুস্থে এগোনোতেই বেশি মনোযোগী। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা পারফরর্মারদের দলে নিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। এবার বাকি কাজটা ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।


হাথুরুসিংহে বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’


নিজের দলে ক্রিকেটারদের স্কিলের পরীক্ষাটাও নিতে চান তিনি। হাথুরুসিংহে বলেন, ‘আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball