promotional_ad

বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠলেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উন্নীত হলেন তিনি। সেরা ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন বাংলাদেশের এই প্রাণভোমরা।


ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে বল হাতে মোট ৬ উইকেট নিয়েছেন সাকিব। প্রথম দুটি ম্যাচে মাত্র একটি করে উইকেট নিয়েছিলেন তিনি। সেই দুটো ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করে বাংলাদেশ।


কিন্তু শেষ ম্যাচে মাত্র ৩৫ রান খরচায় চার উইকেট নেন বাঁহাতি এই অর্থোডক্স। সেই ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ। আর দারুণ বোলিংয়ে তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে যান সাকিব।


promotional_ad

এই সিরিজে ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করেন সাকিব। তিন ম্যাচে ৮, ৫৮ এবং ৭৫ রানের তিনটি ইনিংস খেলেন তিনি। আর তাতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে আসেন তিনি।


এই সিরিজে একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন জেসন রয় এবং দাভিদ মালান। ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। পাঁচ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন রয়। ২২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন মালান। সিরিজে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক জস বাটলার।


টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন জেমস অ্যান্ডারসন। ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে ৮৭ রানে হারানোর টেস্টে দলের হয়ে আট উইকেট নিয়েছিলেন রাবাদা।


এই পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন রাবাদা। এ ছাড়া ইন্দোর টেস্টে ভারতকে হারানোর ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন। পাঁচ ধাপ উঠে এসে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার।


টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে ২১ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন এইডেন মার্করাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball