promotional_ad

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির আশ্বাস ইসিবি সভাপতির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাবশালী দলগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ড। বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। এরপরও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলোর আগ্রহের কেন্দ্রে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।


২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ইংল্যান্ড। মাঝে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও এই দুই দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে। চলমান এই সিরিজ দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।


promotional_ad

তিনি বাংলাদেশের বিপক্ষে ঘন ঘন সিরিজ খেলার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ইসিবি প্রধান। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দুটি ওয়ানডে ম্যাচ দেখেছেন থম্পসন। তিনি বাংলাদেশের সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন।


এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'ওদের চেয়ারম্যান এসেছিলেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আপনারা জানেন যে, আমাদের সঙ্গে দুটো ম্যাচ দেখেছেন। সে নিজেও অবাক হয়েছে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন দেখে।'


'এ রকম প্রতিযোগিতামূলক ম্যাচ, প্রথম ম্যাচটা যখন ও দেখেছে, কেন যে ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা আরও বেশি হচ্ছে না, এ জিনিসটা সে বুঝতে পারছে না। সে নতুন হয়েছে চেয়ারম্যান। বলেছে, গিয়ে অবশ্য এ জিনিসটা ওপর সে নজর দেবে।'


আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে সিরিজ আয়োজন বেশ কঠিন ইংল্যান্ডের মতো বড় দলগুলোর জন্য। এবারের সফরের আগে ইংল্যান্ড সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল। বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে। এই পরিস্থিতি বদলাতে বিসিবির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে আগ্রহী ইসিবি।


ইসিবির সঙ্গে সম্পর্ক উন্নতির ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, 'আমাদের সঙ্গে কো-অপারেশন এবং কোলাবোরেশন কীভাবে আরও বাড়ানো যায়, এ টিম থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ টিম, কোচিংয়ের ব্যাপারে… এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় এসব দেখবেন বলেছেন তিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball