Connect with us

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ছক্কাহীন ম্যাচে ভারতের কষ্টার্জিত জয়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌয়ের মন্থর উইকেটে আগে ব্যাট করে নিউজিল্যান্ড থেমেছিল মাত্র ৯৯ রান করে। অল্প পুঁজি নিয়েও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত লড়াই করেছে কিউইরা। এই লক্ষ্য পাড়ি দিতে ভারতকে খেলতে হয়েছে ১৯.৫ ওভার পর্যন্ত।

শেষ পর্যন্ত ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে শুরু করেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও ইশান কিশান। তবে তাদের জুটিকে ১৭ রানের বেশি এগোতে দেননি মাইকেল ব্রেসওয়েল।

১১ রান করা গিলকে তিনি ফিরিয়েছেন ডিপ স্কয়ার লেগে ফিন অ্যালেনের ক্যাচ বানিয়ে, এরপর দ্বিতীয় উইকেটে রাহুল ত্রিপাঠিকে নিয়ে আরও ২৯ রান যোগ করেন কিশান। তবে ৪ রানের ব্যবধানে এই দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে ভারত।

১৩ রান করে ত্রিপাঠি ইশ সোধির শিকার হয়েছেন। ১৯ রান করা কিশান ফিরেছেন রান আউট হয়ে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ভারতের হাল ধরেন সূর্যকুমার যাদব। অবশ্য সুন্দর ১০ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত সূর্যকুমার ৩১ বলে ২৬ ও হার্দিক পান্ডিয়া ২০ বলে ১৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এর আগে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু তারা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। ভালো শুরু পেলেও কিউইরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাদের ইনিংসের সর্বোচ্চ জুটিটি এসেছে দুই ওপেনার অ্যালেন ও কনওয়ের ব্যাট থেকেই (২১)।

দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার। এছাড়া মার্ক চাপমান ও মিচেল ব্রেসওয়েল ১৪ রান করে করেন। ভারতের হয়ে আর্শদীপ সিং মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক, সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক হুডা ও কুলদীপ যাদব।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে দুই দল মিলে এই ম্যাচে কোনো ছক্কাই হাঁকাতে পারেনি। 

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন