Connect with us

ভারতীয় ক্রিকেট

বিশ্বকাপ পর্যন্ত রোহিতকেই অধিনায়ক চান গাঙ্গুলি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের শেষভাগে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। ৫০ ওভারের এই বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। নিজেদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বকাপের আয়োজক ভারতও।

কোনো টুর্নামেন্টের আগে হুট করে অধিনায়ক বদলের ঘটনা কম নেই ক্রিকেটে। তবে বিশ্বকাপ জিততে হলে রোহিত শর্মাকেই রেখে দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

২০১১ সালের পর আর কোনো বিশ্বকাপ জেতেনি ভারত। এরই মধ্যে কেটে গেছে এক যুগ। রোহিতের হাত ধরেই ভারতের বিশ্বকাপ খরা কাটতে পারে বলে মনে করেন গাঙ্গুলি। রোহিতের অধীনে ভারতের বর্তমান দলটি দারুণ খেলতে। এই ক্রিকেটারদের ওপরই বিশ্বাস রাখতে পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি।

তিনি বলেন, 'এই ভারতীয় দল অনেকটাই শক্তিশালী। আসলে ভারতীয় দল দুর্বল হতে পারে না। কারণ, ভারতে অনেকেই ক্রিকেট খেলে কিন্তু তার মধ্যে সব থেকে সেরারাই দলে সুযোগ পায়। প্রতিযোগিতা খুব বেশি, ফলে সবার সুযোগ পাওয়ার কথা না। এই দলটাই বিশ্বকাপ খেলুক। আমি চাই ভারতের নির্বাচকমণ্ডলী ও রাহুল (দ্রাবিড়) যেন এই দলটাকেই রাখে। বিশেষ করে রোহিতকে অধিনায়ক রাখা হোক। রোহিত ভালো অধিনায়ক। বিশ্বকাপে বেশি চিন্তা করলে হবে না। ওদের ভালো খেলতে হবে।'

২০১৩ সালের পর আর কোনো আইসিসি ট্রফিও ছুঁয়ে দেখার সুযোগ পায়নি ভারত। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি হয়েছে ভারতের। এমনকি গত বছর এশিয়া কাপেও ফাইনাল খেলতে ব্যর্থ হয়েছিল ভারত। এ কারণে দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই মেতেছিলেন সমালোচনায়।

গাঙ্গুলি অবশ্য এই দলটি নিয়েই আশাবাদী। তিনি বলেন , 'এই দলটা খুব ভালো। ওদের শুধু শান্ত হয়ে খেলতে দিতে হবে। নিজেদের শান্ত থাকতে হবে। দলের প্রত্যেক ক্রিকেটার ভালো। এই দলে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহম্মদ শামিরা থাকবে। দলটা খুব শক্তিশালী হবে।'

এবছরই পর্দা উঠছে নারী আইপিএলের। নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা ছিল গাঙ্গুলির বোর্ডের। কদিন আগেই নারী আইপিএলের ছয় দল চূড়ান্ত করেছে বিসিসিআই। গাঙ্গুলির বিশ্বাস ভবিষ্যতে মেয়েদের এই টুর্নামেন্টে দল আরও বাড়বে।

তার ভাষ্য, 'আমি যখন বিসিসিআই সভাপতি ছিলাম তখন মহিলা আইপিএলের চিন্তাভাবনা শুরু করি। আমি, বোর্ড সচিব জয় শাহ, রাজীব শুক্লা সবাই মিলে পরিকল্পনা করেছি এবং সেটা এখন শুরু হতে চলেছে। আমি মহিলা আইপিএল নিয়ে বিস্মিত নই। মনে করি আগামী দিনে মহিলা আইপিএলে দলের সংখ্যা আরও বেড়ে যাবে।'

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

১ এপ্রিল, শনিবার, ২০২৩

সাব্বির-আল আমিনের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় রূপগঞ্জের

আর্কাইভ

বিজ্ঞাপন