promotional_ad

টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। সিকান্দার রাজা, স্যাম কারান এবং মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন ভারতের এই ব্যাটার।


এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২২ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন এক হাজার ১৬৪ রান।


পুরো বছরে ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার, যে বিশ্বরেকর্ড। পুরো বছরে দুটি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরিও করেছেন সূর্যকুমার। এমন পারফরম্যান্সে এই বছর টি-টোয়েন্টি র‍্যাকিংয়ের শীর্ষেও উঠেছেন সূর্যকুমার। যেখানে তার পয়েন্ট ছিল ৮৯০।


promotional_ad

এই তালিকায় থাকা জিম্বাবুয়ের অলরাউন্ডার রাজা পুরো বছরজুড়ে ম্যাচ খেলেছেন ২৪টি। যেখানে ৭৩৫ রানের পাশাপাশি ২৫টি উইকেটও নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে রাজার স্ট্রাইক রেট ছিল দেড়শ'র উপরে, আর বোলিংয়ে ইকোনমি রেট ছিল ৬.১৩।


তালিকায় ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানও। ২০২২ সালে কারান খেলেছেন ১৯টি ম্যাচ। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ৬৭ রান ছাড়াও বল হাতে ২৫ উইকেট নিয়েছেন কারান। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে কারান নেন ১৩টি উইকেট।


বর্ষসেরার দৌড়ে আরও ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক রিজওয়ান। এই বছর ২৫টি ম্যাচ খেলে ৯৯৬ রান করেন পাকিস্তানের এই ওপেনার। সঙ্গে উইকেটের পেছন থেকে নয়টি ক্যাচ ও তিনটি স্টাম্পিংও করেন তিনি।


এদিকে নারী ক্রিকেটে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তাহিয়া ম্যাকগ্রা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর থাকা ব্যাটার তাহিয়ার সঙ্গে সেরার লড়াইয়ে ছিলেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার এবং নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন।


বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা সহযোগী ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করে আইসিসি। সহযোগী সদস্য দেশের ক্রিকেটারদের এই পুরস্কারটি পুরুষ ক্রিকেটারদের বিভাগে পেয়েছেন নামিবিয়ার জেরহার্ড এরাসমাস। আর নারী বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball