Connect with us

বিপিএল

ভারতের বোলারদের খেলে আত্মবিশ্বাস আরও বেড়েছে: জাকির


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকেই জাত চিনিয়েছেন জাকির হাসান। প্রথম ইনিংসে মাত্র ২০ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ১৫ ও ৫১ রানের ইনিংস।

জাকির সেই ফর্ম ধরে রেখেছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ফর্মের ব্যাপারে খোলাসা করেছেন তিনি। জাকির জানিয়েছেন ভারতের বোলারদের মোকাবেলা করে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে।

সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার বলেন, 'আমার কাছে বিশ্বাসটা সবসময়ই ছিল। আমার কাছে মনে হয় দুটি টেস্ট খেলায়, ভারতের বিপক্ষে বোলারদের বিপক্ষে খেলায় আত্মবিশ্বাস এসেছে নিজের ভেতরে। সব মিলিয়ে নিজের ভেতর আত্মবিশ্বাসটা ছিল। তাদের মোকাবেলা করায় সেটা আরেকটু ভালো হয়েছে।'

দারুণ ফর্মে থাকলেও নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছেন না জাকির। পুরো আসরে দলের জন্য অবদান রেখে যাওয়াই তার লক্ষ্য। সিলেটের টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়রা দুর্দান্ত ফর্মে আছে। সেটাই তাকে স্বাধীনভাবে ব্যাটিংয়ের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন জাকির।

তার ভাষ্য, 'আসর শেষে কি চাই সেটা বলতে চাই না। আমি দলের জন্য অবদান রাখতে চাই। আমাদের টপ অর্ডাররা এমন একটা পরিস্থিতিতে ব্যাটিং করে দিচ্ছে যে আমাদের স্বাধীনতা পেয়ে যাচ্ছি। যার কারণে আরেকটু সহজ হচ্ছে স্বাধীনভাবে মারতে পারছি।'

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল জাকিরের। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ১০ রান করে আউট হয়েছিলেন এই ব্যাটার। এরপর আর জাতীয় দলের আশেপাশে আসতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে গত বছরের শেষে টেস্ট দলে জায়গা করে নেন এই ব্যাটার।

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন