নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাউথ আফ্রিকার পর ভারতকেও হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:16 বুধবার, 11 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে সাউথ আফ্রিকার মেয়েদের ৭ রানে হারিয়েছিল দিশা বিশ্বাসরা। এবার জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা রিচা ঘোষ ও শেভালি ভার্মাকে নিয়ে গড়া ভারতকে ৩ রানে হারালো বাংলাদেশের মেয়েরা। 

সাউথ আফ্রিকার স্টিথিয়ানস কলেজ মাঠে আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক দিশা। ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তোলে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন স্বর্ণা আক্তার। 

দুটি চার ও সাত ছক্কায় ৫৪ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। এ ছাড়া ওপেনার আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা একটি করে ছক্কা ও চারে ১৯ বলে ১২ রান করেছেন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

জয়ের জন্য ১২২ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে ভারতের মেয়েরা। তৃষা গঙ্গাদি ৩৬ বলে ৪৪ রান করে আউট হলেও অপরাজিত ছিলেন শেফালি। ৫০ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। 

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে একমাত্র উইকেট দিপা খাতুন। লেগ স্পিনার রাবেয়া খাতুন ৪ ওভারে ১৪ রান এবং পেসার মারুফা ৪ ওভারে ২৪ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। ১৪ জানুয়ারি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের।