Connect with us

বিপিএল

বিপিএলের সুদিন ফেরার আশায় মালান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় নিয়িমিত মুখ ডেভিড মালান। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন এই ইংলিশ ব্যাটার। এর আগে বরিশাল বুলস, খুলনা টাইটান্স ও কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে খেলেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন এই ইংলিশ তারকা। যে সময় মালানের এতো নামডাক হয়নি তখনও নিয়মিত বাংলাদেশে খেলেছেন তিনি। তার মতে বিপিএল নিজেদের মান ধরে রাখতে পারলে আরও ইংলিশ ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলতে আসবে বলে বিশ্বাস মালানের।

তিনি বলেন, 'আমার মনে হয় বিপিএলের মান বেশ ভালো, টুর্নামেন্টটি ভালো এবং আমি মনে করি এটা সব সময়ই তরুণ ইংলিশ ক্রিকেটারদের জন্য একটি বিশেষ ধাপ কিন্তু এখন অনেক নতুন আরও টুর্নামেন্ট চলে এসেছে। বিপিএল যদি নিজেদের মান নিশ্চিত করে এই ক্রিকেটারদের আকর্ষণ করতে পারে তাহলে অনেক ক্রিকেটার এখানে আসবে।'

শুরুর দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হতো বিপিএলকে। তারকাবহুল ক্রিকেটারদের উপস্থিতি বিপিএলের দারুণ ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করেছিল। কিন্তু বিপিএল সেই আমেজ খুব বেশিদিন ধরে রাখতে পারেনি। সাংগঠনিক ব্যর্থতা আর অন্যান্ন লিগের দাপটে বিপিএলে অনেকটাই রঙ হারিয়েছে। মালানও মনে করেন মান ধরে রেখে তারকা ক্রিকেটারদের আকর্ষণ করাই মূল চ্যালেঞ্জ হবে আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিদের জন্য।

এ প্রসঙ্গে মালান বলেন, 'আমার মনে আছে শুরুর দিকে আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, সুনীল নারিন ও কাইরন পোলার্ডরা একই দলে খেলেছে। তাদের বিপক্ষে খেলা অসাধারণ একটি ব্যাপার ছিল। এটা আইপিএলের দলের মতো ছিল। মান সম্পন্ন বিদেশি খেলোয়াড় সব সময়ই আছে। অন্য লিগের সঙ্গে পাল্লা দিয়ে মান সম্পন্ন ক্রিকেটার নিয়ে আসাই বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য চ্যালেঞ্জ।'

বিপিএলে খেলা বরাবরই উপভোগ করেন মালান। বাংলাদেশে খেলার সুযোগ পেলে কখনও হাতছাড়া করেন না বলেও জানিয়েছেন এই ইংলিশ ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে মালানের। এই টুর্নামেন্ট নিয়েও প্রশংসা ঝড়েছে তার মুখে।

মালান বলেন, 'আমি বিপিএলে খেলা সব সময়ই উপভোগ করি। আমি যেসব টুর্নামেন্ট শুরুর দিকে খেলেছি এর মধ্যে বিপিএল অন্যতম। এতা আমাকে সিঁড়ি তৈরি করে দিয়েছে। এই টুর্নামেন্ট আমাকে খেলাটাকে বুঝতে সাহায্য করেছে। শুধু বিপিএল নয় ঢাকা প্রিমিয়ার লিগও অনেক সাহায্য করেছে, দুটি টুর্নামেন্টই আমার খেলার উন্নতিতে ভূমিকা রেখেছে। যখনই বাংলাদেশে খেলার সুযোগ আসে আমি হাতছাড়া করতে চাই না।'

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন