বাংলাদেশ- ভারত সিরিজ

রোহিতের বীরত্বে মুগ্ধ দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 বৃহস্পতিবার, 08 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচের দ্বিতীয় ওভারেই ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক। আবার যখন ম্যাচে ফিরলেন তখন ৪৫ বলে ৬৫ লাগত ভারতের। সেই সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন বিধ্বংসী এই ব্যাটার। যদিও শেষ হাসি হাসে বাংলাদেশ। এই হারে ভারত সিরিজ হারলেও রোহিতকে কৃতিত্ব দেন কোচ রাহুল দ্রাবিড়।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারের সময় স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ ফসকে আঙুলের চোটে হাসপাতালে যান রোহিত। মাঠে ফেরেন হাতে সেলাই আর ব্যান্ডেজ নিয়ে। ব্যথানাশক ইনজেকশনও দিতে হয় তাকে।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানে ৭ উইকেট হারায় ভারত। তখনই আচমকা মাঠে নামেন রোহিত। খেলেন ২৮ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস। যদিও এই ইনিংসে ম্যাচ জিতেনি ভারত।

রোহিতের সাহসিকতায় মুগ্ধ হয়ে দ্রাবিড় বলেন, 'এমন সাহসিকতা দেখানো ছিল অসাধারণ। তার আঙুল বেশ বাজে রকমভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটা ঠিক করতে হয়েছে, হাতে সেলাই লেগেছে। কয়েকটা ইনজেকশন পুশ করে পরে ব্যাট করতে গিয়েছে।'

'রোহিতকে কৃতিত্ব দিতে হবে, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে চাইছিল কি হতে পারে। সুযোগটা নিতে চাচ্ছিল। সে যেভাবে কাছাকাছি নিয়ে গেল তা দুর্দান্ত। অধিনায়ক হিসেবে সামনে থেকে সাহস দেখিয়েছে, সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।'

দারুণ এই ইনিংসে তিনটি চারের পাশাপাশি পাঁচটি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন রোহিত। তার এই ইনিংসের পরও ৫ রানে হারে ভারত। সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই হেরে গেল সফরকারীরা।