ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

টেস্টে শুধুই জয়-পরাজয়ের জন্য খেলবে ইংল্যান্ড: স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 মঙ্গলবার, 06 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর একেবারেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। সাম্প্রতিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলে সফলতা পাচ্ছে ইংল্যান্ড। যার সর্বশেষ উদাহরণ রাওয়ালপিন্ডি টেস্ট। সাদা পোশাকে এমন আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখতে চায় ইংল্যান্ড, এমনটাই বলেছেন স্টোকস।

রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনে এক সেশন বাকি থাকতেই ইনিংস ডিক্লেয়ার করে বাজি ধরেছিলেন স্টোকস। কারণ চাইলেই এই দিনের পুরোটা সময় বা পরের দিনের এক সেশন ব্যাটিং করে এরপর ইনিংস ডিক্লেয়ার করতে পারতেন। তবে তা না করে ম্যাচে ফলাফল দেখতে চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। 

৪ সেশনে ২৪৩ রানের জয়ের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। এমন সমীকরণের পর শেষ দিনের শেষ সেশনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৬ রান। হাতে ছিল ৫ উইকেট। তবে চা বিরতি থেকে ফিরেই পথ হারায় বাবর আজমের দল। এই সেশনে ১০ ওভারে মাত্র ৭ রান তুলতেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

শেষ পর্যন্ত ২৬৮ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতে রাওয়ালপিন্ডি টেস্টে ৭৪ রানের জয়ে টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের এমন 'বাজি' পক্ষে গেছে তবে বারবার যে নিজেরা জিতবেন তা কিন্তু নয়, আর সেটা জানেন এবং মানেন স্টোকসও। তার পরও এমন আক্রমণাত্মক দর্শনেই খেলে যেতে চান তিনি।

স্টোকস বলেন, 'আমরা এখানে প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলবো। যদি আবারও আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই তাহলে একই কাজ করবো।'

'এটা সবসময় কাজে লাগবে না। সবসময় আপনার পক্ষে যাবে না। আপনি যদি ম্যাচ হারার মতো ঝুঁকি নিতে পারেন এবং সাহস দেখাতে পারেন তাহলে এটা আনন্দদায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবেই টেস্ট ক্রিকেট খেলা উচিত।'-তিনি আরও যোগ করেন।