বাংলাদেশ- ভারত সিরিজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না শামির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:42 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। কাঁধের ইনজুরির কারণে ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের এই পেসারের।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে এমনটাই। জানা গেছে, এই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও খেলবেন না শামি।

মূলত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই এই ইনজুরিতে পড়েন শামি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে বিশ্রামে রাখা হয় তাকে। এবার এই ইনজুরিতে বছরের বাকি সময়টা নাও খেলতে পারেন তিনি।

বিসিসিআইয়ের সেই সূত্র পিটিআইকে বলেছে, 'অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে শামি ইনজুরিতে পড়ে। তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিতে বলা হয়েছে। দলের সঙ্গে সে বাংলাদেশেও যায়নি।'

'ওয়ানডে সিরিজ থেকে শামির ছিটকে পড়া অবশ্যই বড় একটা ব্যাপার। তবে এর থেকে বড় ব্যাপার হচ্ছে সে টেস্ট ম্যাচেও না খেলতে পারে। যেখানে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে সে দলকে নেতৃত্ব (পেস আক্রমণ) দিত।'

এদিকে ওয়ানডেতে শামির বিকল্প হিসেবে উমরান মালিকের নাম জানালেও টেস্টে তার বদলি কে হবে তা এখনও জানায়নি বিসিসিআই। একই সময়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলছে ভারত 'এ' দল। ভারত 'এ' দলে পেসার হিসেবে আছেন নবদ্বীপ সাইনি ও মুকেশ কুমার।

ধারণা করা হচ্ছে, টেস্টে শামির বিকল্প হিসেবে এই দুজন থেকে একজনকে বেছে নেবে বিসিসিআই। নবদ্বীপ সাইনি এর আগে দুটি টেস্ট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি মুকেশের।