পাকিস্তান - ইংল্যান্ড সিরিজ

রাওয়ালপিন্ডি টেস্ট থেকে ছিটকে গেলেন উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:55 সোমবার, 28 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চোট কাটিয়ে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মার্ক উড। রাওয়ালপিন্ডি টেস্টের আগে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

বিশ্বকাপে চোটে পড়ার পর দ্রুত সেই সেরে উঠতে যুক্তরাজ্যে গিয়েছিলেন উড। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে। পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প হলেও সেখানে ছিলেন না উড। তবে ইংল্যান্ড থেকে এই সপ্তাহে রাউয়ালপিন্ডিতে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে তার শতভাগ ফিট হয়ে উঠার সম্ভাবনা নেই। ম্যাচ খেলার মতো ফিট না হলেও বল হাতে নেটে ফিরেছেন উড। তবে পুরো দমে বোলিং করতে পারছেন না। তাই প্রথম টেস্টে এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ম্যাচে উড পাওয়া যাবে বলে মনে করেন ইংলিশ কোচ। উডের চোট প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চোট থেকে সেরে উঠতে না পারায় মার্ক উড প্রথম টেস্ট খেলতে পারছে না। আমরা আশা করছি দ্বিতীয় টেস্টের আগে সে প্রস্তুত হবে। অন্যথায় নেয়ার মতো স্কোয়াডে ক্রিকেটার রয়েছে।’

এদিকে লিয়াম লিভিংস্টোনের ফিটনেস নিয়েও শঙ্কা আছে। এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন তার খেলা নিয়ে শঙ্কার কথা। তবে ম্যাচ শুরুর এখনও দিন কয়েক বাকি আছে। তাই তার ম্যাচ খেলার অনেকটাই সম্ভাবনা আছে।

আগামী এক ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এরপর যথাক্রমে বাকি দুই টেস্ট শুরু হবে ৯ ও ১৭ ডিসেম্বর।