বিজয় হাজারে ট্রফি

এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে রুতুরাজের বিশ্ব রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 সোমবার, 28 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিজয় হাজারে ট্রফিতে একের পর এক রেকর্ডের বন্যা বয়ে যাচ্ছে। লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন বেশ কয়েকজন ব্যাটার।

কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ রুতুরাজ গায়কোয়াড়। তবে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ভারতীয় ব্যাটার।

শুধু ভারতের ক্রিকেটেই নয়। বিশ্ব ক্রিকেটেও এমন কীর্তি দুর্লভ। ডাবল সেঞ্চুরি করার পথে উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিভা সিংয়ের ওপর চড়াও হয়েছিলেন রুতুরাজ।

টানা চার বলে চার ছক্কা হাঁকিয়েছিলেন। পঞ্চম বলটি নো হলেও সীমানার ওপারে পাঠান মহারাষ্ট্রের এই ওপেনিং ব্যাটার। এমনকি পরের দুই বলেও ছক্কা হাঁকিয়ে দারুণ এই রেকর্ডে নাম লেখান তিনি।

এ ছাড়া এক ওভারে ৪৩ রান তুলে আরেকটি নজির গড়েছে মহারাষ্ট্র। এর আগে বিশ্ব ক্রিকেট একবারই দেখেছে এক ওভারে ৪৩ রানের দৃশ্য।

২০১৮ সালে ফোর্ড ট্রফিতে ব্র্যাড হ্যাম্পটন ও জো কার্টার মিলে উইলেম লুডিকের ওভারে ৪৩ রান নিয়ে দারুণ কীর্তি গড়েছিলেন। এবার সেই রেকর্ডের সঙ্গী হলেন রুতুরাজ।

এই ডানহাতি ব্যাটার ১৫৯ বলে ২২০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি ছক্কা ও দশটি চারের মারে। লিস্ট 'এ' ক্রিকেটে এটি ৪১তম ডাবল সেঞ্চুরির নজির।