promotional_ad

ইংল্যান্ডের নতুন নির্বাচক লুক রাইট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নির্বাচকের দায়িত্ব পেলেন লুক রাইট। খেলা থেকে অবসরের পর শুরুর দিকে ক্রিকেট কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও শেষমেশ নিজ দেশের ক্রিকেটের নির্বাচক হলেন সাবেক এই অলরাউন্ডার।


ইংল্যান্ডের সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলেরও নির্বাচক হিসেবে কাজ করবেন রাইট। এই ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি, পারফরম্যান্স ডিরেক্টর মো বোবার্ট এবং ক্রিকেটারদের আইডি লিড ডেভিড কোর্ট।


promotional_ad

দলের ব্যাপারে ইংল্যান্ড দলের কোচ এবং ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গেও যোগাযোগ রাখবেন তিনি। এমনকি ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির বিষয়ে নিজের মতামত জানাতে পারবেন লুক রাইট।


নির্বাচক হওয়ার পর রাইট বলেন, ‘ভীষণ সম্মানের বিষয় (নির্বাচক হিসেবে নিযুক্ত হওয়া) এটা আমার কাছে। আমি সম্মানিত এই দায়িত্বটা হাতে তুলে নিতে পেরে। বিষয়টি নিয়ে আমি নিজেই খুব উত্তেজিত। পরের বছর অ্যাশেজ রয়েছে।’


‘অ্যাশেজের পর ওয়ানডে বিশ্বকাপ আছে। ফলে কাজ শুরু করতে আমার তর সইছে না আর। আমি যোগদান করতে মুখিয়ে। এই বছরটা অনবদ্য সময় কেটেছে ইংল্যান্ড দলের জন্য। ইংল্যান্ডের পুরুষ দলের কাছে দারুণ একটা বছর কাটল।’


আগামী বছরের মার্চ মাস থেকে নির্বাচকের দায়িত্ব সামলাবেন লুক রাইট। এই দায়িত্বের পাশাপাশি বোবাট এবং কোর্টের সঙ্গে মিলেমিশে প্রতিভা অন্বেষণের কাজও করবেন লুক রাইট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball