‘কলকাতার দুঃস্বপ্ন থেকে স্টোকসের মুক্তি’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ফুল লেংথ বল মিড উইকেটে ঠেলে দিয়েই আনন্দ উল্লাসে ফেঁটে পড়লেন বেন স্টোকস। ডাগ আউট থেকে সতীর্থরা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্লোস ব্রাথওয়েটের কাছে চার ছক্কা খেয়ে সেদিন বল হাতে ইংল্যান্ডকে হারিয়েছিলেন স্টোকস। তবে এদিন আর বল হাতে ছিলেন না তিনি।
মেলবোর্নে ব্যাট হাতে থাকলেও ভুল করেননি এই ইংলিশ অলরাউন্ডার। ঠাণ্ডা মাথায় অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে কলকাতার সেই দায়মোচন করেছেন স্টোকস। প্রেসবক্সে বসে সেটাই মনে করিয়ে দিলেন নাসের হুসেন। স্টোকস দৌড় দিতেই নাসের বলে উঠলেন, ‘কলকাতার দুঃস্বপ্ন থেকে বেন স্টোকসের মুক্তি।’
Nasser Hussain: The redemption of Ben Stokes is over from the nightmare of Kolkata. pic.twitter.com/4fDmh0HOHr
— Johns. (@CricCrazyJohns) November 13, 2022
ইংল্যান্ডকে শিরোপা জেতানো স্টোকসকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া। ভারতের এই সাবেক এই ক্রিকেটার টুইটার বার্তায় লিখেছেন, ‘বড় ম্যাচের জন্য বেন স্টোকস দুর্দান্ত একজন খেলোয়াড়। ২০১৯ ফাইনাল, শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে এমন ম্যাচে এবং মেলবোর্নের আজকের রাতে।’

Ben Stokes is such an incredible player for the big nights. 2019 finals. That must-win game vs Sri Lanka. And tonight at the MCG. #T20WorldCupFinal #EngvPak
— Aakash Chopra (@cricketaakash) November 13, 2022
নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাইকেল ভন মনে করিয়ে দেন যে স্টোকস জানে কিভাবে বড় মুহূর্তগুলো জিততে হয়। জস বাটলার-স্যাম কারানদের নিয়ে গড়া এই দলটি বিশ্বকাপ জয়ের জন্য প্রাপ্য বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
ভন টুইটারে লিখেন, ‘সাদা বলে ইংল্যান্ড সেরা দল। এই গ্রুপে তাদের অবিশ্বাস্য ক্রিকেটার রয়েছে। সাদা বলে দুটি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে তারা যোগ্য। বড় দলের জন্য বড় ক্রিকেটার প্রয়োজন হয়। ইংল্যান্ডের সেটা প্রচুর রয়েছে।’
England are the best white ball team in the world.They have an incredible group of players,throughly deserve to now hold both white ball WCs .. In Ben stokes they have a player who just knows how to win the big moments .. Great teams need Great individuals.. England have plenty
— Michael Vaughan (@MichaelVaughan) November 13, 2022
চাপের মুখে বরাবরই দুর্দান্ত স্টোকস। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সেটা প্রমাণ করলেন তিনি। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চাপের মুখে দাঁড়িয়ে ইংলিশদের জয় এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বেন স্টোকসের চেয়ে ভালো চাপ সামালানোর ক্রিকেটার আছে?’
Is there a better pressure player in world cricket than @benstokes38? Always there. Some player!
— Harsha Bhogle (@bhogleharsha) November 13, 2022