promotional_ad

‘কলকাতার দুঃস্বপ্ন থেকে স্টোকসের মুক্তি’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ফুল লেংথ বল মিড উইকেটে ঠেলে দিয়েই আনন্দ উল্লাসে ফেঁটে পড়লেন বেন স্টোকস। ডাগ আউট থেকে সতীর্থরা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্লোস ব্রাথওয়েটের কাছে চার ছক্কা খেয়ে সেদিন বল হাতে ইংল্যান্ডকে হারিয়েছিলেন স্টোকস। তবে এদিন আর বল হাতে ছিলেন না তিনি। 


মেলবোর্নে ব্যাট হাতে থাকলেও ভুল করেননি এই ইংলিশ অলরাউন্ডার। ঠাণ্ডা মাথায় অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে কলকাতার সেই দায়মোচন করেছেন স্টোকস। প্রেসবক্সে বসে সেটাই মনে করিয়ে দিলেন নাসের হুসেন। স্টোকস দৌড় দিতেই নাসের বলে উঠলেন, ‘কলকাতার দুঃস্বপ্ন থেকে বেন স্টোকসের মুক্তি।’


ইংল্যান্ডকে শিরোপা জেতানো স্টোকসকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া। ভারতের এই সাবেক এই ক্রিকেটার টুইটার বার্তায় লিখেছেন, ‘বড় ম্যাচের জন্য বেন স্টোকস দুর্দান্ত একজন খেলোয়াড়। ২০১৯ ফাইনাল, শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে এমন ম্যাচে এবং মেলবোর্নের আজকের রাতে।’


promotional_ad

নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাইকেল ভন মনে করিয়ে দেন যে স্টোকস জানে কিভাবে বড় মুহূর্তগুলো জিততে হয়। জস বাটলার-স্যাম কারানদের নিয়ে গড়া এই দলটি বিশ্বকাপ জয়ের জন্য প্রাপ্য বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।


ভন টুইটারে লিখেন, ‘সাদা বলে ইংল্যান্ড সেরা দল। এই গ্রুপে তাদের অবিশ্বাস্য ক্রিকেটার রয়েছে। সাদা বলে দুটি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে তারা যোগ্য। বড় দলের জন্য বড় ক্রিকেটার প্রয়োজন হয়। ইংল্যান্ডের সেটা প্রচুর রয়েছে।’


চাপের মুখে বরাবরই দুর্দান্ত স্টোকস। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সেটা প্রমাণ করলেন তিনি। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চাপের মুখে দাঁড়িয়ে ইংলিশদের জয় এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


এ প্রসঙ্গে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বেন স্টোকসের চেয়ে ভালো চাপ সামালানোর ক্রিকেটার আছে?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball