টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় ২০০ রানের প্রয়োজন দেখছেন না সিডন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 রবিবার, 16 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মারকাটারি টি-টোয়েন্টির যুগে ২০০ রান এখন খানিকটা সহজবোধ্য হয়ে উঠেছে। প্রতি ম্যাচে দেখা না গেলেও অন্তত প্রতিটি সিরিজেই প্রায় দেখা মেলে দুইশ পেরোনো পুঁজি। যদিও এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এগিয়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে গেছে বা যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে দলগুলো রানের ফোয়ারা ছুঁটালেও বাংলাদেশ এখনও সেখানে যেতে পারেনি। 

বরং আধুনিক ক্রিকেটের যুগে এসেও ১৫০ কিংবা ১৬০ রানে আটকে আছেন সাকিব আল হাসানরা। অস্ট্রেলিয়ার মাটিতে বল সহজেই ব্যাটে আসায় হরহামেশায় দেখা মিলতে পারে বড় পুঁজির। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশে ২০০ রানের প্রয়োজনবোধ করছেন না জেমি সিডন্স। ১৭০ রান করতে পারলেই খুশি বাংলাদেশের ব্যাটিং পরামর্শক।

টি-টোয়েন্টিতে দুইশ রানের সঙ্গে বাংলাদেশের চেনা-জানাটা খুব বেশি নয়। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র দুবার দুইশ রানের দেখা পেয়েছে। প্রতিপক্ষের করা নয়বারের বিপরীতে বাংলাদেশ ছুঁয়েছে মাত্র একবার।

সব মিলিয়ে তিনবার দুইশ ছোঁয়া বাংলাদেশের তিন প্রতিপক্ষে ছিল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের সঙ্গে দুইশ ছুঁয়েছিল বাংলাদেশ। এররপর থেকে দুবছর পেরিয়ে গেলেও এমন কিছু দেখাতে পারেনি টাইগাররা। সিডন্স মনে করেন, নিয়মিত ১৬০-১৭০ রান করতে পারলে হারার চেয়ে বাংলাদেশ বেশি ম্যাচ জিতবে।

এ প্রসঙ্গে সিডন্স বলেন, ‘নিউজিল্যান্ডে (ত্রিদেশীয় সিরিজে) কেবল একটি স্কোর ছিল দুইশ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি। আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে।’

‘কালকেও ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। আমরা যদি ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে।’