টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা নামিবিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:22 রবিবার, 16 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দশ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছিল নামিবিয়া। সেখান থেকে জান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে আরও ১০৪ রান যোগ করে তারা। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুকেছে শ্রীলঙ্কা। বেন শিকোংগোর করা চতুর্থ ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা এবং দানুশকা গুনাথিলাকা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের জয়ে সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখলো নামিবিয়া। আর আইসিসির এই সহযোগী দেশের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো এশিয়ার চ্যাম্পিয়নরা।

১৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরান কুশল মেন্ডিস। দলীয় ১২ রানে এই ওপেনারকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ডেভিড ভিসে। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও। তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ৯ রান।

গোল্ডেন ডাক খেয়েছেন গুনাথিলাকা। ২১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেছিলেন ভানুকা রাজাপাকশে এবং দাসুন শানাকা। তবে উইকেটে থিতু হয়েও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রাজাপাকশে ২০ আর অধিনায়ক সাজঘরে ফিরেছেন ২৯ রান করে। 

দলীয় ৫০ পেরোনোর আগেই চার টপ অর্ডার ব্যাটারকে হারায় লঙ্কানরা। লোয়ার মিডল অর্ডারে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চামিকা করুনারত্নেরাও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত ১৯ ওভার খেলে ১০৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। নামিবিয়ার হয়ে ১৬ রানে ২ উইকেট শিকার করে দিনের সেরা বোলার ভিসে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। দুই ওপেনারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৩৫ রানের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে আইসিসির এই সহযোগী সদস্য। তবে সেখান থেকে  বেরিয়ে আসতে খুব বেশি সময় লাগেনি তাদের।

জেরার্ড ইরাসমাস এবং জান ফ্রাইলিঙ্কের ব্যাটে ঘুরে দাড়াঁয় নামিবিয়া। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২০ রান আর ফ্রাইলিঙ্ক করেছেন ৪৪ রান। আর শেষ দিকে স্মিথের ১৬ বলে ৩১ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে নামিবিয়া। লঙ্কানদের হয়ে ৩৭ রানে ২ উইকেট শিকার করেন প্রামদ মাদুশান।