আমার কারও সঙ্গে সমস্যা নেই, বাবরের সঙ্গে সম্পর্ক নিয়ে মালিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে শোয়েব মালিকের বিশ্বকাপ দলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক সেসময় তরুণদের সুযোগ দেয়ার কথা বলেছিলেন। বাবরের এমন কথার পর গুঞ্জন উঠে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার ও মালিকের সম্পর্কের চিড় ধরেছে। তবে সেটা অস্বীকার করে মালিক জানিয়েছেন, তার কারও সঙ্গেই সমস্যা নেই।
২০২১ সালে বাংলাদেশ সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন মালিক। বিশ্বকাপে বেশ কিছু ভালো ইনিংস খেললেও সেবছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা মেলেনি তার। এরপর এখন পর্যন্ত জাতীয় দলে ফেরা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের।

এর মাঝে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে ছিলেন মালিক। ১৩৭.৩২ স্ট্রাইক রেটে ১১ ইনিংসে ৪০১ রান করেছিলেন তিনি। যেখানে তিনটি হাফ সেঞ্চুরিও ছিল তার। কদিন আগে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের আলো ছড়িয়েছেন ডানহাতি এই ব্যাটার।
৯ ইনিংসে ১৪০.৬৮ স্ট্রাইক রেটে মালিকের রান ২০৪। এমন পারফরম্যান্সের পরও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি মালিকের। অনেকেই ধারণা করেছিলেন, বাবরের সঙ্গে সম্পর্কটা বোধহয় ভালো না অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিজেকে দলে নিতে কাউকে প্রভাবিত করবেন না বলে জানান তিনি।
সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো সমস্যা নেই। আমি কারও বিরুদ্ধেও নেই। সব সময় ইতিবাচক থাকাই আমার ক্যারিয়ারে সফলতার রহস্য। আমাদের মধ্যে নিয়মিতই কথা হয়। আগে বেশি হতো, কিন্তু কেউ যখন অধিনায়ক হয়, তখন তাকে কাজের জায়গাটা করে দিতে হয়। আমি নিজেই এর মধ্য দিয়ে গিয়েছি। এ কারণে আগেও কখনো প্রভাবিত করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।’
বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও কাউকে দোষারোপ করতে চান না মালিক। তিনি বলেন, ‘দেখুন, আমার কাজ হলো ক্রিকেট খেলা। নির্বাচনের বিষয়টি নির্বাচক মহল, টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সিদ্ধান্ত। যখনই কোনো সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করাই আমার কাজ।’