promotional_ad

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফখর জামান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাঁটুর চোটের কারণে পাকিস্তানের বিশ্বকাপের মূল দলে ছিলেন না ফখর জামান। তবে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছিল বাঁহাতি এই ব্যাটারকে। চোট থেকে সেরে ওঠায় তাকে বিশ্বকাপ দলে যুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ছিলেন না ফখর। সেই সময় পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংল্যান্ডে ছিলেন এই ব্যাটার। যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তারা দুজনই আপাতত সুস্থ আছেন। 


promotional_ad

ধারণা করা হচ্ছে, শনিবার ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফখর ও শাহীন শাহ। এমনকি ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার মতো অবস্থাতেও রয়েছেন তারা দুজন। ১৭ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে এবং ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।


এদিকে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন উসমান কাদির। মূলত চোটের কারণে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। চোট থেকে সেরে উঠতে না পারায় ছিটকে গেছেন ডানহাতি এই লেগ স্পিনার।


পিসিবি জানিয়েছে, আগামী ২২ অক্টোবরের আগে সেরে উঠার সম্ভাবনা নেই কাদিরের। যে কারণে তার বদলি হিসেবে ফখরকে যুক্ত করেছে তারা। যদিও উসমান কাদিরকে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রেখেছে পিসিবি। যেখানে তার সঙ্গী মোহাম্মদ হারিস এবং শাহনেওয়াজ দাহানি।


পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হারিস রউফ, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি এবং শান মাসুদ।


রিজার্ভ ক্রিকেটার: মোহাম্মদ হারিস, উসমান কাদির এবং শাহনেওয়াজ দাহানি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball