promotional_ad

৪৮ ঘণ্টার মধ্যে পরিবর্তন আসছে বিশ্বকাপ দলে, জানালেন নান্নু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গুঞ্জন রয়েছে, আরব আমিরাত সফর এবং ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপ দলে এক থেকে দুটি পরিবর্তন আসতে পারে। চূড়ান্ত দল দেয়ার সময় থাকায় সেই সুযোগটা লুফে নেয়ার কথা কথা জানিয়েছিলেন শ্রীধরন শ্রীরাম।


টেকনিক্যাল কনসালটেন্টের এমন ইঙ্গিতের পর গুঞ্জনটা আরও জোরালো হয়েছে। অস্ট্রেলিয়ার বিমানে উঠার আগে মিরপুরে বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আনার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ৪৮ ঘণ্টার মাঝে সেটা জানিয়ে দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচক।


promotional_ad

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘এখানে আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মাঝে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’


ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর থেকে প্রত্যাশিত বোলিং করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ছিলেন খরুচে। এবাদত হোসেনও ঠিকঠাক নিজের কাজটা করতে পারেননি। তাদের দুজনের যেকোন একজন জায়গা হারাতে পারেন। সেখানে দলে প্রবেশ করতে পারেন স্ট্যান্ডবাই থাকা পেসার শরিফুল ইসলাম।


এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেও ব্যাটিংয়ে নিজের ছাপ রাখতে পারেননি সাব্বির রহমান। মেহেদি হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে ‍সুযোগ দেয়া হলেও কোন বড় ইনিংস খেলতে পারেননি তিনি। যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন। তার বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকার।


নিউজিল্যান্ডে দুই ম্যাচে সুযোগ পেয়ে ২৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে প্রথম ম্যাচে ১৭ বলে খেলেছিলেন ২৩ রানের ইনিংস। এ ছাড়া বল হাতে একটি উইকেটও নিয়েছেন তিনি। ব্যাটিং ভালো লাগা সৌম্যকে দুই ম্যাচ দিয়ে বিচার করতে চান না নান্নু।


তিনি বলেন, ‘ওর ব্যাটিং ঠিক আছে। ‍দুই ম্যাচে একজন খেলোয়াড়কে বিচার করাটা ঠিক না। যেকোন খেলোয়াড়কেই দেখার জন্য একটু সময় দরকার। যেহেতু আমরা এমন একটা পরিস্থিতির মাঝে আছি এখানে ওইরকম করে দেখা না। আমাদেরকে ভালো খেলাটা খেলতে হবে, এটা দেখতে হবে এখন। এবং সবার এপ্রোচটা যেন পজিটিভ হয় সেই জিনিসটাই এখন দেখা হচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball