এনসিএল

নাবিলের ঘূর্ণিতে চট্টগ্রামকে হারালো সিলেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 বৃহস্পতিবার, 13 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ইনিংসে ১৪১ রানে অল আউট হয়েছিল চট্টগ্রাম বিভাগ। যেখানে সিলেট বিভাগের হয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন নাবিল সামাদ। এরপর টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩১২ রানের সংগ্রহ পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। নাবিলের ৪ উইকেট আর নাঈম আহমেদের ৫ উইকেটের সুবাদে ২২১ রানে অলআউট হয় চট্টগ্রাম। এরপর ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ভালো শুরু দিয়েছিলেন সাব্বির হোসেন এবং তামিম ইকবাল। ১৬ রান করে সাব্বির বিদায় নিলে ভাঙ্গে ৪২ রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। এই অভিজ্ঞ ওপেনার সাজঘরে ফিরেছেন ৬৯ বলে ৩১ রান করে।

এই দুই ওপেনারের বিদায়ের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। পিনাক ঘোষ, সৈকত আলি কিংবা পারভেজ হোসেন ইমনরা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৪১ রানে অল আউট হয় সিলেট। চট্টগ্রামের হয়ে ৪৭ রানে ৫ উইকেট শিকার করেছেন নাবিল সামাদ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের ব্যাটাররা ব্যর্থ হলেও দারুণ ব্যাটিং করেছেন জাকির হোসেন, অমিত হাসানরা। ১৯ রান করে ওপেনার ইমতিয়াজ সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন তৌফিক এবং অমিত। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন জাকির।

সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৭ রান। শেষ পর্যন্ত ৩১২ রান তুলে অল আউট হয় সিলেট। চট্টগ্রামের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন হাসান মুরাদ। এই স্পিনার একাই শিকার করেছেন ৮ উইকেট।

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে শুরুতেই তামিমকে হারায় চট্টগ্রাম। এক সাব্বির ছাড়া এই ইনিংসেও ব্যর্থ হয়েছে দলের বাকি ব্যাটাররা। পিনাক-ইমনদের আসা-যাওয়ার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির। এই ওপেনারের ৫৫ রানের সুবাদে ২২১ রান তুলে চট্টগ্রাম।

৫১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। ইমতিয়াজ ১ রান করে শুরুতেই সাজঘরে ফিরলেও তার প্রভাব পড়েনি তাদের ব্যাটিংয়ে। ৭ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে ৯ উইকেটের জয় পায় সিলেট।